• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০, ১৭ রজব ১৪৪৬

জয়ের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন পরীমনি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৫, ০৩:০২ পিএম
জয়ের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন পরীমনি
পরীমনি ও জয় চৌধুরী। ছবি: সংগৃহীত

পরীমনি অল্প সময়ে তুমুল জনপ্রিয়তা পেলেও ব্যক্তিজীবন, স্ক্যান্ডাল, দাম্পত্য জটিলতাসহ নানা কারণে বার বার খবরের শিরোনাম হয়েছেন। নায়িকা নয়, ভালো অভিনেত্রী হওয়ার সাধ নিয়ে কলকাতায় কাজ করেছেন পরীমনি। 
দেবরাজ সিংয়ের ‘ফেলু বক্সী’ তার প্রথম কাজ। ভিসা সমস্যায় শহরে ছবির প্রচারে যোগ দিতে পারেননি। এ ছবিতে অভিনয়সহ প্রেম, ক্যারিয়ার নিয়েই সম্প্রতি ভারতের আনন্দবাজার পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন এ নায়িকা। সেখানে ব্যক্তি জীবন, প্রেম ভালোবাসা নিয়ে খোলাখুলি কথা বলেছেন তিনি।

সম্প্রতি অভিনেতা জয় চৌধুরীর সঙ্গে সিনেমার প্রচারসহ বিভিন্ন আয়োজনে দেখা গেছে পরীমনিকে। আর সেটাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তার জন্য। নানান মন্তব্যে সমালোচনায় মেতেছেন নেটিজেনরা। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পরীমনি।

সেখানে আলাপচারিতার একপর্যায়ে অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশে-কলকাতা সব জায়গাতেই আপনার পাশে অভিনেতা জয় চৌধুরীকে দেখা যায়?

জবাবে পরীমনি বলেন, ‘আরে আরে! কী যে বলেন। ও তো আমার বান্ধবীর স্বামী। ওর বউ আমার বন্ধু, আমার বোন। জয় তাই ‘দুলাভাই’, আপনাদের ভাষায় জামাইবাবু।’

অভিনেত্রী আরও বলেন, “সত্যিই আমাদের মধ্যে খুবই মিষ্টি সম্পর্ক। খুব মজা করি আমরা। দোহাই, কলকাতায় আবার এই গুঞ্জনটা যেন ছড়িয়ে দেবেন না! সাংবাদিকদের বড় ভয়।”

নতুন প্রেমের সম্পর্কে জড়াবেন কি না? এমন প্রশ্নের জবাবে পরী বলেন, “আমার প্রেম হলে দেখি অনেকের মনটন ভেঙে যায়। আমি কারও হবো না— তাতে লোকে খুশি। একজন কারও হলেই বিশাল ব্যথা! তাই অনুরাগীদের জানাচ্ছি, আমি কারও নই বাবা! তোমরা খুশি থাকো (হাহাহা)।”

Link copied!