ভারতের বেঙ্গালুরুর একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ওড়িয়া র্যাপার ও ইঞ্জিনিয়ার অভিনব সিংয়ের মরদেহ। পুলিশের প্রাথমিক তদন্তে এই মৃত্যুকে আত্মহত্যা বলেই মনে করছে। অভিনবের বয়স হয়েছিল মাত্র ৩২ বছর।
ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে। ইতিমধ্যে এ দুর্ঘটনায় বেঙ্গালুরুর মারাঠাহাল্লি থানায় একটি মামলা হয়েছে।
বেঙ্গালুরু শহরে একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন অভিনব সিং। তার পরিবারের অভিযোগ, স্ত্রীর সঙ্গে বিরোধের কারণেই বিষ খেয়ে আত্মহত্যা করেছেন অভিনব। তাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল বলে দাবি।
এদিকে ময়নাতদন্তের পর অভিনবের মরদেহ তার ওড়িশার বাড়িতে পাঠানো হয়। শেষকৃত্য সেখানেই সম্পন্ন হয়েছে।
অন্যদিকে অভিনবের পরিবার ছেলের মৃত্যুর ঘটনায় ওড়িশার লালবাগ থানায় অভিযোগ দায়ের করেছে। অভিনবের বাবা বিজয়নন্দ সিং তার অভিযোগে ৮ থেকে ১০ জনের নাম উল্লেখ করেছেন এবং বিস্তারিত তদন্তের দাবি জানিয়েছেন। পুলিশও ইতিমধ্যে এমন মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে।
প্রসঙ্গত, সংগীতাঙ্গনে ‘জাগারনট’ নামে পরিচিত অভিনব সিং। ওড়িয়া র্যাপার হিসেবে বেশ জনপ্রিয়তাও ছিল তার। ‘কটক অ্যান্থেম’ দিয়ে পরিচিতি পান তিনি। গানটি ওড়িশার শিকড়ের সঙ্গে গভীর সংযোগকে তুলে ধরে। এ ছাড়া তার অন্যান্য গানেও স্থানীয় সাংস্কৃতিক উপাদান উঠে এসেছে।
গত বছরের আগস্টেও এক বিতর্কে জড়িয়েছিলেন অভিনব। ওড়িয়া অভিনেত্রী সুপ্রিয়া একটি মিউজিক ভিডিও প্রকাশের অনুষ্ঠানে তার বিরুদ্ধে হেনস্তার অভিযোগ আনেন। যে ঘটনায় বেশ শোরগোল পড়ে গিয়েছিল। ঘটনার তদন্তও শুরু হয়। এছাড়া একবার ভুবনেশ্বরের এক হোটেলে আরেকটি ঘটনায় জড়িয়ে পড়েন এই র্যাপার। তার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে সে সময় পুলিশ তার থাকার হোটেলটি সিল করে দেয়।
সূত্র: হিন্দুস্তান টাইমস