• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

কনসার্টে গাঁজা সেবনের দায়ে জনপ্রিয় র‌্যাপার গ্রেপ্তার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৪, ১০:৫৫ এএম
কনসার্টে গাঁজা সেবনের দায়ে জনপ্রিয় র‌্যাপার গ্রেপ্তার
র‌্যাপ তারকা উইজ খলিফা। ছবি : সংগৃহীত

রোমানিয়ার কনসার্টে গাঁজা সেবনের অভিযোগে গ্রেপ্তারের পর ক্ষমা চাইলেন মার্কিন র‌্যাপ তারকা উইজ খলিফা। গত রোববার দেশটির কস্টিনেস্টি গ্রামে একটি কনসার্টে গাঁজা সেবনের ঘটনা ঘটে। গ্রেপ্তারের প্রসঙ্গে প্রসিকিউটরের বরাত দিয়ে জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, র‌্যাপারের কাছে গাঁজা পাওয়া গেছে। এ কারণেই গ্রেপ্তার করা হয়েছে তাকে।
প্রসিকিউটররা আরও জানান, কস্টিনেস্টিতে অনুষ্ঠিত বিচ প্লিজ ফেস্টিভ্যালে র‌্যাপ পরিবেশনের সময় উইজ খলিফার কাছ থেকে ১৮ গ্রামের বেশি গাঁজা পাওয়া গেছে।
তিনি একটি হাতে তৈরি সিগারেটে গাঁজা সেবন করছিলেন। ৩৬ বছর বয়সী র‌্যাপার উইজ খলিফার বিরুদ্ধে মাদক রাখার অভিযোগ আনা হয়েছে।
উইজের গাঁজা সেবনের ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। সেখানে দেখা যাচ্ছে, তিনি মঞ্চে ধূমপান করছেন। শুধু তা-ই নয়, পুলিশের হাতে তার গ্রেপ্তারের ভিডিও ভাইরাল হয়েছে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
‘সি ইউ অ্যাগেইন’ র‌্যাপার লিখেছেন, “গত রাতের অনুষ্ঠানটি অসাধারণ ছিল। মঞ্চে রোমানিয়াকে অসম্মান করার কোনো উদ্দেশ্য আমার ছিল না।”

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!