• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

মারা গেলেন যুক্তরাষ্ট্রের মডেল ব্রায়ান রন্ডাল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৩, ০৩:৪৮ পিএম
মারা গেলেন  যুক্তরাষ্ট্রের মডেল ব্রায়ান রন্ডাল
ব্রায়ান রন্ডাল, ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অভিনেত্রী সান্দ্রা বুলকের দীর্ঘদিনের সঙ্গী জনপ্রিয় মডেল ও ফটোগ্রাফার ব্রায়ান রন্ডাল মারা গেছেন। শনিবার (৫ আগস্ট) মৃত্যু হয়েছে তার। ব্রায়ানের মৃত্যুর বিষয়টি পরিবারের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

পিপল ডট কমের এক প্রতিবেদনে জানা গেছে, মডেল ব্রায়ান রন্ডাল অ্যামিওট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস (এএলএস)-এর সঙ্গে তিন বছর লড়াই করে মারা গেছেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এএলএস হচ্ছে একটি স্নায়ুতন্ত্রের বা স্নায়বিক রোগ। যা পেশী দুর্বলতার কঠিন রোগ।

এক বিবৃতে পরিবারের পক্ষ থেকে আরও বলা হয়, “আমরা অক্লান্ত কৃতজ্ঞ সেসব ডাক্তারদের প্রতি যারা আমাদের সঙ্গে এই অসুস্থতার ল্যান্ডস্কেপটি নেভিগেট করেছেন এবং সেসব নার্সদের প্রতি যারা আমাদের সঙ্গী হয়েছিলেন। যারা আমাদের সময় দিয়েছেন।”

জানা গেছে, ২০১৫ সালের জানুয়ারিতে অভিনেত্রী বুলকের ছেলের লুইসের জন্মদিনে ছবি তুলেছিলেন মডেল-ফটোগ্রাফার ব্রায়ান। এরপর জেনিফার অ্যানিস্টন ও জাস্টিন থেরাক্ষের বিয়েসহ অনেক অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়ে সম্পর্ককে প্রকাশ্যে এনেছেন তারা।

 

Link copied!