বারী সিদ্দিকী। জনপ্রিয় সংগীত শিল্পী, গীতিকার ও বংশীবাদক। প্রয়াত এই শিল্পীর ৭০তম জন্মদিন উপলক্ষে রোববার (১৭ নভেম্বর) বারী সিদ্দিকী স্মরণে স্মৃতি চারণ,গুণীজন সম্মাননা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেদিন সন্ধ্যা ৬টায় শাহবাগের জাতীয় যাদুঘর, বেগম সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হবে স্মরণ সভা।

বিশেষ এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন, জনপ্রিয় শিল্পী শফি মন্ডল, ফকির শাহাবুদ্দিন, আশরাফ উদাস, আলম আরা মিনু, শাহনাজ বেলী, সালমা, কামরুজ্জামান রাব্বী, নোলক বাবু, গামছা পলাশ, রাজীব, বিউটি, এম.এম শফি, জুয়েল সরকার, তামান্না হক, প্রিন্স আলমগীরসহ আরো অনেক।

বিষয়টি নিশ্চিত করেছেন বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের সভাপতি প্রিন্স আলমগীর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূঁইয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালিক বিশিষ্ট শিল্পপতি ও সংগীতানুরাগী মিনহাজুর রহমান (রাজু ভূঁইয়া)। বিশেষ অতিথি থাকবেন এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহম্মেদ, গীতিকার শহীদুল্লাহ ফরায়জী, শরিফ কামাল হোসেন ও দেলোয়ার আরজুদা শরফ।
উদ্বোধক হিসেবে থাকছেন বিএনপির কেন্দ্রীয় নেতা মো. আরফাতুর রহমান (আপেল)। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ফিরোজ হায়দার খান ও অনুষ্ঠানের আহবায়ক শেখ নজরুল ইসলাম সুমন। এছাড়াও উপস্থিত থাকবেন বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা অভিনেতা ডি এ তায়েব। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে থাকছে এটিএন বাংলা।