কিংবদন্তি মার্কিন পপশিল্পী টনি বেনেট (৯৬) মারা গেছেন। ২০১৬ সাল থেকে আলঝেইমারে (স্মৃতিবিভ্রমজাতীয় রোগ) ভুগছিলেন টনি।
শুক্রবার (২১ জুলাই) সকালে তিনি নিউইয়র্কে মারা যান।
গণমাধ্যমকে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন টনি বেনেটের মুখপাত্র সিলভিয়া ওয়েনার।
১৯২৬ সালে যুক্তরাষ্ট্রে ইতালির একটি অভিবাসী পরিবারে টনির জন্ম। মাত্র ১০ বছর বয়সে বাবাকে হারিয়েছিলেন তিনি। ১৯৫২ সালে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম।
আট দশকে ২০টি গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন টনি। ১৯৬২ সালে মুক্তি পায় তার অন্যতম জনপ্রিয় গান ‘আই লেফট মাই হার্ট ইন সান ফ্রান্সিসকো’।
সূত্র : বিবিসি