• ঢাকা
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩০, ১১ রমজান ১৪৪৬

বসন্ত আয়োজনে মালয়েশিয়ায় পুজা চেরী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০১:০৩ পিএম
বসন্ত আয়োজনে মালয়েশিয়ায় পুজা চেরী
চিত্রনায়িকা পূজা চেরী। ছবি: সংগৃহীত

মালয়েশিয়া প্রবাসীদের সঙ্গে বসন্ত উৎসব উদযাপন করতে কুয়ালালামপুর গেছেন চিত্রনায়িকা পূজা চেরী।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছান তিনি। আগামী ১৬ ফেব্রুয়ারি কুয়ালালামপুরের বুকিত বিনতাং-এ প্রবাসী নারী উদ্যোক্তাদের সঙ্গে বসন্ত উৎসবের আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি মালয়েশিয়ার আয়োজনে বসছে এ বসন্ত উৎসব। যেখানে মধ্যমণি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ঢালিউডের জনপ্রিয় এ নায়িকার।

অনুষ্ঠানের আয়োজক মালয়েশিয়া এনটিভি স্টাফ করেসপন্ডেন্ট ও ইভেন্ট অর্গানাইজার কায়সার হামিদ হান্নান জানান, সময়ের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী সংক্ষিপ্ত সফরে মালয়েশিয়ায় রয়েছেন। বসন্ত উৎসবে মালয়েশিয়ায় বসবাসরত নারী উদ্যোক্তাদের সঙ্গে যোগ দেবেন এ অভিনেত্রী। পরে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সাংবাদিকদের সাথে নৈশভোজে অংশগ্রহণ করবেন তিনি।

এদিকে জনপ্রিয় এ নায়িকার প্রথমবারের মতো মালয়েশিয়ায় সফর উপলক্ষে প্রবাসীদের মাঝে দারুণ উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামারাস এই নায়িকা খুব অল্প সময়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

চলচ্চিত্রে তার শুরুটা হয় ‘ভালোবাসার রং’-এ শিশুশিল্পী হিসেবে। নায়িকা হিসেবে তার প্রথম চলচ্চিত্র রাজ চক্রবর্তীর প্রযোজিত কলকাতার সিনেমা ‘নূরজাহান’। আর সবশেষ তার অভিনীত চলচ্চিত্র ‘লিপিস্টিক’ ও ‘আগন্তুক’।

Link copied!