• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বঙ্গবাজারের পোড়া কাপড় কিনলেন পূজা চেরি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৩, ০৮:৩৩ পিএম
বঙ্গবাজারের পোড়া কাপড় কিনলেন পূজা চেরি

বঙ্গবাজার মার্কেটে পুড়ে গেছে হাজার হাজার দোকান। দোকানে থাকা কাপড়ের সঙ্গে পুড়েছে হাজারো ব্যবসায়ীর স্বপ্ন। এবার বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য পুড়ে যাওয়া কাপড় কিনলেন অভিনেত্রী পূজা চেরী।

নতুন প্রজন্মের অভিনেত্রী পূজা চেরী বিদ্যানন্দের মাধ্যমে এ পোড়া কাপড় কিনেছেন। বিদ্যানন্দের ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাস থেকে এ তথ্য পাওয়া গেছে।

সেই স্ট্যাটাসে লেখা হয়েছে, চিত্রনায়িকা পূজা চেরি বঙ্গবাজারের পোড়া কাপড় কিনলেন। কর্মচারীদের ঈদের আনন্দ যেন মাটি না হয়। তাদের ক’জনের ঘরে যদি এই কাপড় কেনার মাধ্যমে যেতে পারি তবে আমার দিনটাই সার্থক।

স্ট্যাটাসে আরও লেখা রয়েছে, সমাজের সর্বস্তরের মানুষকে আমরা যুক্ত করতে চাই যে কোন দুর্যোগে। আস্থার একটা জায়গা থাকুক সবার, এটাই বিদ্যানন্দের চেষ্টা।

উল্লেখ্য, চিত্রনায়িকা নিপুণ আক্তার, অপু বিশ্বাস, নায়ক জায়েদ খান, সংগীশিল্পী তাহসান, অভিনেতা সিয়ামসহ শোবিজ অঙ্গনের আরও তারকা বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন।

Link copied!