• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নারী দিবসে মুক্তি পাচ্ছে পূজা চেরির ‘পরী’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৮, ২০২৩, ১২:০২ পিএম
নারী দিবসে মুক্তি পাচ্ছে পূজা চেরির ‘পরী’

নারী দিবসে মুক্তি পাচ্ছে পূজা বেরির ‘পরী’। মাহমুদুর রহমান হিমি পরিচালিত এ ছবিতে পূজার বিপরীতে দেখা যাবে ফারহান আহমেদ জোভানকে। ছবিটি একটি নতুন ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে।

গতানুগতিক রোমান্টিক চরিত্রের বাইরে থাইল্যান্ডে আটকে পড়া বাংলাদেশি অসহায় নারী চরিত্রে দেখা যাবে পূজাকে।
চিত্রনায়িকা পূজা চেরির বড় পর্দা ও ছোট পর্দায় নানা ধরণের কাজের জন্য পরিচিত। চলচ্চিত্র ছাড়াও মডেলিংয়ে তিনি সাবলীল। তবে ওটিটি মাধ্যমে এটিই তার প্রথম কাজ।

‘পরী’র গল্প নিয়ে পরিচালক মাহমুদুর রহমান হিমি গণমাধ্যমকে বলেন, “পাচারকারীদের খপ্পরে পড়ে থাইল্যান্ডে আটকে আছে এক বাংলাদেশি মেয়ে। ফিরে আসতে চায় দেশে। কিন্তু চাইলেই কি ফেরা যায়? ক্রমেই তার জীবন ডুবতে থাকে অন্ধকারে। ঠিক তখনই আলোর চিহ্ন নিয়ে আসে এক অভিনেতা। সিনেমাটি তৈরি হয়েছে বাংলাদেশে ঘটে যাওয়া এক সত্য ঘটনার ছায়া অবলম্বনে।”

এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন জোভান ও পূজা। সাজু মুনতাসিরের গল্পে সিনেমার চিত্রনাট্য করেছেন রায়হান খান।

 

Link copied!