দূরত্ব ভেঙে শেকড়ে ফিরছেন সময়ের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি। চুক্তিবদ্ধ হয়েছেন জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমায়। সিনেমার নাম ‘নারী’। বিষয়টি নিশ্চিত করেছেন জাজের কর্ণধার আব্দুল আজিজ।
আজিজ বলেন, “সব ঠিক থাকলে আসছে অক্টোবর থেকে ‘নারী’ সিনেমার শুটিং শুরু হবে। আর মুক্তি পাবে আগামী রোজার ঈদে। মহরতের মাধ্যমে খুব শিগগিরই বিস্তারিত জানানো হবে।” সিনেমাটি পরিচালনা করবেন নবীন পরিচালক এম এইচ খোকন।
শিশুশিল্পী হয়ে শোবিজে পা রাখেন পূজা চেরি। এরপর হয়েছেন চিত্রনায়িকা। আর তার ‘চিত্রনায়িকা’ তকমা যুক্ত করেছিল প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। তবে মাঝখানে তৈরি হয় দূরত্ব। দেখা যায়নি প্রতিষ্ঠানটির নতুন কোনো চলচ্চিত্রে। এবার সেই দূরত্ব ভেঙে শেকড়ে ফিরছেন পূজা।
‘পোড়ামন ২’, ‘দহন’, ‘নূরজাহান’সহ জাজ মাল্টিমিডিয়ার বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন পূজা চেরি। এরপর কোনো এক অজানা অভিমানে তিন বছর প্রতিষ্ঠানটির কোনো ছবিতে দেখা যায়নি তাকে। এবার সেই অভিমান ভেঙে ‘নারী’ সিনেমার মাধ্যমে আবারও জাজের ঘরে ফিরলেন এই চিত্রনায়িকা।