• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্মাতা নোমানকে বাঁচাতে প্রধানমন্ত্রীর কাছে সহায়তার আবেদন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৩, ১১:৪৭ এএম
নির্মাতা নোমানকে বাঁচাতে প্রধানমন্ত্রীর কাছে সহায়তার আবেদন
নাটক ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ নোমান। ছবি: সংগৃহীত

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন নাটক ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ নোমান। নির্মাতাকে বাঁচাতে উন্নত চিকিৎসার প্রয়োজন। তাই চিকিৎসা চালিয়ে নিতে প্রধানমন্ত্রীর কাছে সহায়তার আবেদন করেছেন নোমানের পরিবার।

জানা গেছে, বর্তমানে হাসপাতালটির আইসিইউতে ভর্তি আছেন তিনি। পরিবার, নিকটাত্মীয় ও বিভিন্ন সংগঠনের সহযোগিতায় চলছে তার ব্যয়বহুল চিকিৎসা। যা সময়ের সঙ্গে সঙ্গে কঠিন থেকে কঠিনতর হচ্ছে। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে নোমানের পরিবারও এখন নিঃস্ব প্রায়। এজন্যই প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন নির্মাতার পরিবার।

নির্মাতার পরিবার জানায়, নোমানকে বাঁচাতে উন্নত চিকিৎসার প্রয়োজন। যেটার ব্যয়ভার আমাদের পক্ষে বহন করা সম্ভব নয়। আমরা প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করছি। এ মুহূর্তে তার সহযোগিতা পারে বাবাকে তার সন্তানের কাছে, স্বামীকে তার স্ত্রীর কাছে ফিরিয়ে আনতে। এছাড়াও সমাজের বিত্তবান মানুষদের কাছ থেকেও সহযোগিতা কামনা করেছেন নির্মাতার পরিবার।

Link copied!