• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

৫০০ মিলিয়ন ডলারে পিংক ফ্লয়েডের গানের স্বত্ব!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৪, ১১:৩৮ এএম
৫০০ মিলিয়ন ডলারে পিংক ফ্লয়েডের গানের স্বত্ব!
ব্যান্ড পিংক ফ্লয়েড। ছবি: সংগৃহীত

৫০০ মিলিয়ন ডলারে জনপ্রিয় ব্রিটিশ সাইকিডেলিক ব্যান্ড পিংক ফ্লয়েডের গানের স্বত্ব নিতে রাজি খ্যাতিমান মিউজিক কোম্পানি সনি মিউজিক। বিষয়টি নিয়ে সনি মিউজিকের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ব্যান্ডটি। সম্প্রতি ফাইন্যান্সিয়াল টাইমসে এ সংবাদ প্রকাশ করা হয়।

কয়েক বছর ধরেই পিংক ফ্লয়েডের স্বত্ব বিক্রি নিয়ে আলোচনা চলছে। ২০২২ সালে স্বত্ব কিনতে হিপনোসিস, ওয়ার্নার মিউজিক ও বিএমজির মতো প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে।

সনি মিউজিকের সঙ্গে আলোচনা অনেকটাই এগিয়েছে ব্যান্ডটি। এখানে ‘মানি’, ‘উইশ ইউ ওয়্যার হেয়ার’, ‘অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল’এর মতো ৫০ বছরের হিট গানগুলো রয়েছে।
এ প্রসঙ্গে পিংক ফ্লয়েডের সঙ্গে যুক্ত একজন বলেন, ‘ব্যান্ডের সদস্যদের মধ্যে মতপার্থক্যের কারণে শেষ পর্যন্ত সনি মিউজিকের সঙ্গে চুক্তিটি হবে কি না, সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

এদিকে সংগীতের স্বত্ব কিনতে অ্যাপোলো নামের একটি প্রতিষ্ঠান সনি মিউজিকে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। আরেকটি বিশ্ববিখ্যাত রক ব্যান্ড কুইনের গানের স্বত্ব কিনতেও আলোচনা চালিয়ে যাচ্ছে সনি মিউজিক। এতে প্রায় এক বিলিয়ন ডলারের মতো ব্যয় করতে রাজি আছে প্রতিষ্ঠানটি।

এর আগে ব্রুস স্প্রিংস্টিনের গানও কিনে নিয়েছে এ কোম্পানি। এছাড়াও বব ডিলানও চুক্তি করেছেন সনির সঙ্গে। এদিকে পিংক ফ্লয়েডের বাইরে একক ক্যারিয়ারে সাফল্য পেয়েছেন রজার ওয়াটার্স ও ডেভিড গিলমোর। গিলমোর সম্প্রতি নতুন অ্যালবাম প্রকাশ করেছেন। এ বছরের ট্যুরের পরিকল্পনাও করছেন তিনি।

তবে চুক্তির বিষয়টি নিয়ে কোনো কথা বলেননি রজার ওয়াটার্স ও ডেভিড গিলমোর। সনিও এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

রক সঙ্গীতের জগতে অন্যতম কাণ্ডারির স্থান দখল করে আছে ব্যান্ড ‘পিংক ফ্লয়েড’। ১৯৬৫ সালে লন্ডনে ৪ প্রতিভাবান তরুণের হাত ধরে এর গোড়াপত্তন। এই ব্যান্ডদলের প্রতিষ্ঠাকালীন সদস্যরা হলেন সিড ব্যারেট, রজার ওয়াটার্স, রিচার্ড রাইট ও নিক ম্যাসন। লিড ভোকাল ও গিটারিস্ট ছিলেন ব্যারেট, ওয়াটার্স ছিলেন বেস ও ভোকালে, রাইট ভোকাল ও কিবোর্ড বাদক হিসেবে এবং ম্যাসন ছিলেন ড্রামার।
 

Link copied!