শারীরিক নির্যাতনের অভিযোগ এনে স্বামী নাভিদ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী নাসিবো লাল। শুক্রবার (১৪ মার্চ) লাহোরেরে শাহদারা শহরে স্বামীর দ্বারা নির্যাতনের শিকার হন এ সংগীতশিল্পী।
সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদন অনুযায়ী গায়িকা নাসিবো বলেন, ‘শুক্রবার বিকেল ৫টার দিকে আলি পার্কে অবস্থিত বাড়িতে ফিরে আসেন স্বামী নাভিদ। সে বাড়ি ফিরেই আমাকে গালিগালাজ শুরু করেন। এ সময় হাতের কাছে থাকা একটি ইট তুলে আমার মুখে আঘাত করে। আঘাতে মুখের বাম পাশে ও নাকে গুরুত্বর জখম হয়েছে।’
গায়িকা নাসিবো বলেন, “সে প্রায়ই আমার সঙ্গে ঝগড়া করে। কিন্তু আজ হঠাৎ করেই ইট দিয়ে আঘাত করে এবং গালিগালাজ করে।”
স্বামীর বিরুদ্ধে গায়িকার মামলাটি পাকিস্তান দণ্ডবিধির (পিপিসি) ধারা ৩৪৫ (নারীর শালীনতা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে তার ওপর আক্রমণ বা অপরাধমূলক বলপ্রয়োগ-এর অধীনে নথিভুক্ত করা হয়েছে।
শক্তিশালী কণ্ঠের জন্য শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন ‘তু ঝুম’ খ্যাত গায়িকা নাসিবো। সারাইকি, পাঞ্জাবি, উর্দু ও মারোয়ারিসহ কয়েকটি ভাষায় গান করেছেন এই গায়িকা।