• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

মুক্তির প্রথম দিনেই পাঠানের রেকর্ড দখল করল ‘অ্যানিমেল’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৩, ০৮:৪৮ এএম
মুক্তির প্রথম দিনেই পাঠানের রেকর্ড দখল করল  ‘অ্যানিমেল’
‘অ্যানিমেল’ ও ‘পাঠান’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

শুক্রবার (১ ডিসেম্বর) বিশ্বব্যাপী মুক্তির পর থেকেই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে রণবীর কাপুরের  নতুন সিনেমা   ‘অ্যানিমেল’। মুক্তির প্রথম দিনেই যেটি ভেঙে দিয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের পাঠানের রেকর্ড।

স্যাকলিংকের তথ্য মতে, ‘অ্যানিমেল’ সিনেমা ভারতীয় বক্স অফিসে প্রথম দিনে আয় করেছে ৬০ কোটি রুপি। (হিন্দি ভার্সনে ৪৯.৫০ কোটি, তেলুগুতে ১০ কোটি টাকা) যেখানে পাঠানের প্রথম দিনের বক্স অফিস কালেকশন ছিল ৫৭ কোটি রুপি। আর বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ১০০ কোটি রুপির বেশি। যা রণবীর কাপুরের ক্যারিয়ারে প্রথম দিনের সেরা আয়।

এদিকে পাঠানকে টপকালেও শাহরুখের আরেক সিনেমা জওয়ানের রেকর্ড এখনো ভাঙতে পারেনি ‘অ্যানিমেল’। তবে ভারতের বাণিজ্যিক বিশ্লেষকেরা মনে করছেন আন্তর্জাতিক বাজারগুলো ভালোভাবে ধরতে পারলে জওয়ানের রেকর্ডও টপকে যাবে ‘অ্যানিমেল’।

‘অ্যানিমেল’ নির্মিত হয়েছে প্রায় ২০০ কোটি রুপি বাজেটে। এতে রণবীর কাপুরের সঙ্গে আছেন রাশমিকা মান্দানা, অনিল কাপুর, ববি দেওল, শক্তি কাপুর, প্রেম চোপড়া, সৌরভ সচদেব প্রমুখ। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালাম ভাষায় দেখা যাবে বহুল প্রতিক্ষীত এই সিনেমাটি।

Link copied!