• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১ পৌষ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

কাতার মাতাতে যাচ্ছেন পরীমনি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪, ১১:১৫ এএম
কাতার মাতাতে যাচ্ছেন পরীমনি
অভিনেত্রী পরীমনি। ছবি : ফেসবুক থেকে

গ্ল্যামার গার্ল অভিনেত্রী পরীমনি। নিজের রূপের গুণে ভক্তদের মাত করে রেখেছেন তিনি। এ ছাড়া নিজের ঝুলিতে তুলে নিয়েছেন অসংখ্য ব্যবসাসফল ছবি। বর্তমানে মানসম্মত ছবি বেছে বেছে কাজ করছেন এই নায়িকা। ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় এই পরীমনির। এরপর গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবিতে অভিনয় করে বেশ প্রশংসা পান এই চিত্রনায়িকা।

রূপে, গুণে ও অভিনয়ে কম সময়েই জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। শুধু তাই নয়, বড় পর্দায় যখন পরীর অভিষেক হয় তখন থেকেই নানা কারণে খবরের শিরোনামে ছিলেন।

সরব আছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। নিয়মিত ছবি, স্ট্যাটাস আপলোড করে নিজের উপস্থিতি ভক্তদের কাছে জানান দিয়ে থাকেন এই লাস্যময়ী অভিনেত্রী। তার ছবি দেয়া মাত্রই হুমড়ি খেয়ে পড়ে লাখ লাখ ফ্যান ফলোয়ার।

রোববার (১৫ ডিসেম্বর) পরীমনি দিলেন নতুন খবর। কাতারের রেমিটেন্স যোদ্ধাদের সম্মানে কাতার মাতাতে সেখানে যাচ্ছেন  নায়িকা। 

 

 

ফেসবুকে পরীমনি লিখেন, ‘শুক্রবার (২০ ডিসেম্বর) আমি আসছি এশিয়ান টাউন এম্ফিথিয়েটার, দোহা, কাতার।  যেখানে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ ‘হ্যালো সুপারস্টারস’-এর আয়োজনে ও বাংলাদেশ দূতাবাস কাতারের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধাদের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘দি গ্র্যান্ড কালচারাল শো’ হতে যাচ্ছে । এই শোতে আমার সাথে দেশ ও বিদেশের আরও একঝাঁক নামি তারকারা থাকছেন। এই ‘গ্র্যান্ড কালচারাল শোতে’ কাতারে অবস্থানরত সবার আমন্ত্রণ রইল। ‘হ্যালো সুপারস্টারস’ অ্যাপ ডাউনলোড করুন এবং লগ ইন করে  অন্যান্য আকর্ষণীয় পুরস্কারসহ এই ‘গ্র্যান্ড কালচারাল শো  এর গ্যালারিতে প্রবেশ টিকেট জিতে নেয়ার সুযোগ গ্রহণ করতে পারেন।
বিস্তারিত জানতে ভিজিট করুন হ্যালো সুপারস্টারস অ্যাপ ও ফলো করুন ‘হ্যালো সুপারস্টারস’ ফেসবুক পেইজ।

ফেসবুক পোস্টে নায়িকার কমেন্টবক্স ভরে গেছে। ভক্তরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। 

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম থেকে মুক্তি পেয়েছে পরীমনির ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। সিরিজটিতে সুপ্তি চরিত্রে অভিনয় করে প্রশংসায় ভাসছেন এ নায়িকা।

Link copied!