• ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০, ২ শাওয়াল ১৪৪৬

১ সপ্তাহ ধরে লাইফ সাপোর্টে পাপিয়া সারোয়ার, জানা গেল আজ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৪, ০৭:৩১ পিএম
১ সপ্তাহ ধরে লাইফ সাপোর্টে পাপিয়া সারোয়ার, জানা গেল আজ
পাপিয়া সারোয়ার। ফাইল ফটো

একুশে পদকজয়ী রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন।

বুধবার (১১ ডিসেম্বর) তথ্যটি নিশ্চিত করেছেন তার সহকর্মী রবীন্দ্রসংগীতশিল্পী বুলবুল ইসলাম।

বুলবুল ইসলাম বলেন, ‌“এক সপ্তাহের বেশি সময় ধরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। শারীরিক অবস্থা খুব খারাপ। চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে ইতিবাচক কোনো সংবাদ তারা দিতে পারছেন না।”

পায়িয়া সারোয়ার ১৯৭৩ সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসংগীতে পড়াশোনা করেছেন। তার আগে তিনি ১৯৬৬ সালে ছায়ানটে ওয়াহিদুল হক, সনজীদা খাতুন এবং জাহেদুর রহিমের কাছে এবং পরে বুলবুল ললিতকলা একাডেমিতে সংগীত দীক্ষা নেন।

১৯৯৬ সালে ‘গীতসুধা’ নামে একটি গানের দল প্রতিষ্ঠা করেছিলেন পায়িয়া সারোয়ার। তার অসংখ্য অ্যালবাম রয়েছে। আধুনিক গানেও আছে তার সাফল্য। ‘নাই টেলিফোন, নাইরে পিয়ন, নাইরে টেলিগ্রাম’ গানটি তাকে আপামর বাংলা গানের শ্রোতাদের কাছে জনপ্রিয়তা দিয়েছে।

Link copied!