১৯ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘কাগজের বৌ’। মুক্তি উপলক্ষে ১৩ জানুয়ারি সন্ধ্যায় এফডিসিতে হয়ে গেল সিনেমটির প্রিমিয়ার। আর সেই প্রিমিয়ারে আমন্ত্রিত চলচ্চিত্র বোদ্ধাদের প্রশংসায় ভাসলো সিনেমাটি।
সিনেমাটি দেখে নায়ক ও প্রযোজক অনন্ত জলিল বলেন, ‘সামাজিক একটি সিনেমা, খুবই ভাল লাগলো দেখে। বিশেষ করে ডি এ তায়েবকে খুবই হ্যান্ডসাম লেগেছে ছবিতে, তার অভিনয় প্রাণবন্ত ছিল। ছবিটি দেখে ভিন্ন স্বাদ পেলাম। সবাই হলে গিয়ে সিনেমাটি দেখবেন।’
সিনেমা দেখে চিত্রনায়িকা বর্ষা বলেন, ‘খুবই সুন্দর একটি সিনেমা, খুবই সুন্দর নির্মাণ, গানগুলোও সুন্দর, একটি পরিচ্ছন সিনেমা। নির্মাতাসহ এই সিনেমার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন।’
প্রিমিয়ারে উপস্থিত ছিলেন এটিএন বাংলার চেয়াম্যান ড. মাহফুজুর রহমান। তিনি বলেছেন, ‘কাগজের বৌ’ দেখে ভালো লাগলো, সবাই ভাল অভিনয় করেছে। সিম্পল একটি গল্প সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন চয়নিকা। তাকে ধন্যবাদ। সিনেমাটিতে সুন্দর ম্যাসেজ আছে। সবাই ছবিটি দেখবেন। এই ছবি দেখে আমি ঘোষণা দিচ্ছি এ বছর চারটি সিনেমা বানাবো।’
‘কাগজের বউ’ সিনেমাটি প্রযোজনা করেছেন মাহবুবা শাহরীন। এতে অভিনয় করেছেন ডি এ তায়েব, পরীমনি, চিত্রনায়ক ইমন, আবুল হায়াত, দিলারা জামান প্রমুখ।