সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি শিশুশিল্পী সিমরান লুবাবা। একটি সুখবর দিয়েছেন এবার তিনি। একই সঙ্গে নিজের পাকনা কথা বলার কারণও জানিয়েছেন লুবাবা।
সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ শিশুশিল্পী জানান, বার্ষিক পরীক্ষা চলছে বলে এখন পড়ালেখায় বেশি ব্যস্ত থাকতে হচ্ছে। চলতি জুনজুড়ে পরীক্ষা চলবে। এ জন্য বর্তমানে পড়ার টেবিলেই তার সময় কাটবে।
পড়ালেখা করলেও এরই মাঝে আবার সুখবর পেয়েছেন শিশুশিল্পী লুবাবা। বলেন, ঈদ উপলক্ষে বিভিন্ন কাজের প্রস্তাব পেয়েছেন। কলকাতা থেকেও কাজের প্রস্তাব পেয়েছেন। টিভি সিরিজ বা সিনেমার কাজ। তবে সেই কাজ পরীক্ষার বিরতিতে শুরু করবেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, জুন মাসের পুরো সময়ই পরীক্ষা নিয়ে ব্যস্ততা থাকায় সোশ্যাল মিডিয়ায় ফ্যান-ফলোয়ারদের মন্তব্য দেখার খুব একটা সুযোগ হচ্ছে না। তবে ভালো মন্তব্য দেখতে পেলে খুশি হই।
এদিকে আলোচনার একপর্যায়ে উঠে আসে নেটিজেনদের সমালোচনার বিষয়। এ ব্যাপারে জানতে চাওয়া হলে লুবাবা বলেন, “মূলত যখন কথা বলা শুরু করি ওই সময় বলতেই থাকি। বেশি কথা বলার জন্যই পাকনা পাকনা কথা বলে ফেলি। আর এমনটা বাচ্চাদের ক্ষেত্রে হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যেটা বলতে চাই সেটি বুঝতে পারেন না অনেকেই। আবার এমনও হয়, আমি যা বুঝাতে চাই তা অন্যদের বোঝাতে পারি না। আমার সঙ্গে এমনটা প্রায়ই হয়।”
প্রসঙ্গত, শিশুশিল্পী সিমরিন লুবাবা হচ্ছেন প্রয়াত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদেরের নাতনি। দাদার হাত ধরে শোবিজে ডেবিউ হয়েছে তার। তবে এরই মধ্যে গান, মডেলিং ও সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন লুবাবা।