• ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০, ১ শাওয়াল ১৪৪৬

আবারো ঢাকার মঞ্চ কাঁপাবেন পাকিস্তানের আলী আজমাত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৫, ০১:৩৮ পিএম
আবারো ঢাকার মঞ্চ কাঁপাবেন পাকিস্তানের আলী আজমাত
পাকিস্তানি রক সঙ্গীতশিল্পী আলী আজমত। ছবি: সংগৃহীত

২০১৯ সালের ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টে গেয়েছিলেন তিনি। ছয় বছর পর ফের ঢাকার মঞ্চ কাঁপাবেন পাকিস্তানের রক এই সঙ্গীতশিল্পী। বলছি প্রখ্যাত  সংগীতশিল্পী আলী আজমতের কথ।

আগামী ২ মে রাজধানী ঢাকার ইউনাইটেড কনভেনশনে সেন্টারে ‘আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্টে গাইবেন এই গায়ক। এবারের কনসার্ট আয়োজন করেছে ‘অ্যাসেন বাজ’।

আয়োজকদের পক্ষে জানানো হয়েছে, ঈদ উল ফিতরের আগে টিকেট কিনলেই বিশেষ ছাড়! ভক্তদের জন্য থাকছে আর্লি বার্ড ডিসকাউন্ট, যা পাওয়া যাবে ঈদের আগ পর্যন্ত।

আলী আজমাত ১৯৯১ সাল থেকে ২০০৫ পর্যন্ত টানা গেয়েছেন পাকিস্তানের ‘জুনুন’ নামের ব্যান্ডে। ওই সময় থেকে তার খ্যাতি ছড়ায় ‘দ্য ভয়েজ অব জুনুন’ নামে। এরপর ২০০৬ সালে ‍‍`সোশ্যাল সার্কাস‍‍` নামের আরেকটি ব্যান্ড গড়ে তোলেন তিনি। তবে এরপরও বিভিন্ন সময় ব্যান্ডটির সঙ্গে পারফর্ম করেছেন আজমত।

Link copied!