ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে গতকাল মঙ্গলবার পর্যটকদের ওপর সশস্ত্র গোষ্ঠী হামলা চালিয়েছে। এতে অন্তত ২৬ জন নিহত হয়েছে বলে জানা গেছে এখন পর্যন্ত। এ ঘটনায় শোকে আচ্ছন্ন গোটা ভারত। সব শ্রেনিপ্রেশার মানুষ তীব্র ক্ষোভ ও শোক প্রকাশ করছেন।
শোকের মাতম ছেয়ে গেছে মুম্বাইয়ের শোবিজ অঙ্গনেও। এ মর্মান্তিক ঘটনায় শোক ছেয়ে গেছে পাকিস্তানের শোবিজেও। ইতোমধ্যে অনেক পাক তারকারাই এ ঘটনার নিন্দায় মুখ খুলেছেন।
অভিনেত্রী মাহিরা খানও সামাজিক মাধ্যমে এ হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেন। কিন্তু কয়েক ঘণ্টা পর সেটা মুছেও দেন অভিনেত্রী!
বৃহস্পতিবার আনুমানিক রাত নয়টার দিকে একটি স্টোরি প্রকাশ করেন মাহিরা খান। তাতে তিনি লেখেন, ‘বিশ্বের যে কোনো জায়গা থেকে যেকোনো হিংসাত্মক ঘটনা কাপুরুষতার পরিচয়। পেহেলগামে নিহত সকলের প্রতি আমি শোকাহত।’
কিন্তু এই পোস্ট করেও তা ২৪ ঘণ্টা পূর্ণ হওয়ার আগেই অর্থাৎ শুক্রবার সকালে মুছে দেন মাহিরা। কেন এই পোস্ট মুছে দিলেন, তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে আর কিছু জানাননি মাহিরা খান।
ইতোমধ্যে পাকিস্তান থেকে অভিনেতা ফাওয়াদ খান, হানিয়া আমির, মাওরা হোসেনও এ ঘটনায় নিন্দা জানিয়েছেন। ফাওয়াদ লিখেছেন, “পেহেলগামে ঘটে যাওয়া ঘৃণ্য ঘটনার খবর পেয়ে আমি দুঃখিত। প্রার্থনা করছি নিহতদের পরিবারের জন্যে।
আমরা নিহতদের পরিবারের পাশে আছি। তারা যেন এই কঠিন পরিস্থিতিতে শক্তি খুঁজে পান।”
পাক অভিনেত্রী মাওরা হোসেনেরও অনুরাগী রয়েছে ভারতে। তার চলচ্চিত্র ‘সানাম তেরি কাসাম’ও যথেষ্ট জনপ্রিয়তা পায়। কাশ্মীরে হামলার এ ঘটনায় মাওরা লিখেছিলেন, “নিহতদের পরিবারের প্রতি আমি সমব্যথী। কোনও একজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদ মানে আমাদের সকলের বিরুদ্ধে সন্ত্রাসবাদ। এই বিশ্বে এ কী হচ্ছে?”
আরেক পাকিস্তানি তারকা হানিয়া আমির লেখেন, “যন্ত্রণা, শোক ও আশা, এই তিন মিলিয়ে আমরা সবাই এখন একসঙ্গে। নিরীহ প্রাণের এমন পরিণতি হলে সেই যন্ত্রণা শুধু তাদের একার থাকে না। সেই যন্ত্রণা আমাদের সকলের হয়ে যায়।”