সড়ক দুর্ঘটনায় আহত চিত্রনায়ক রুবেল, দুমড়েমুচড়ে গেল গাড়ি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৪, ০১:১৪ পিএম
সড়ক দুর্ঘটনায় আহত চিত্রনায়ক রুবেল, দুমড়েমুচড়ে গেল গাড়ি
মাসুম পারভেজ রুবেল। ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মার্শাল আর্ট খ্যাত হিরো মাসুম পারভেজ রুবেল। শনিবার (১৬ নভেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার নামক স্থানে দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ৮ জন।

জানা গেছে, দুর্ঘটনায় চিত্রনায়ক রুবেলের ব্যবহৃত প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে গেছে।

মার্শাল আর্ট হিরো হিসেবে বাংলা চলচ্চিত্রে আবির্ভাব হয় মাসুম পারভেজ রুবেলের। পর্দায় কুংফু-কারাতের নান্দনিক সব কৌশল দেখিয়ে বাংলা সিনেমায় এনেছিলেন নতুন জোয়ার।  

 রুবেলের দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি

আশি-নব্বইয়ের দশকে অ্যাকশন ছবির জয়জয়কার ছিল ঢাকাই সিনেমাতে। নায়ক জসীমের হাত ধরে সিনেমার অ্যাকশনে এসেছিল বৈপ্লবিক পরিবর্তন। সেই বদলের পালে নতুন হাওয়া এনে দিয়েছিলেন মাসুম পারভেজ, যাকে সবাই রুবেল নামে চেনেন।

চলচ্চিত্রে তিনি আবির্ভূত হয়েছিলেন কুংফু-কারাতের নান্দনিক সব কৌশল নিয়ে। বিশেষত রুবেলের সিনেমাগুলোর প্রতি তরুণ দর্শকের আগ্রহ ছিল দারুণ। তার ছবি হলে এলেই হুমড়ি খেয়ে পড়তেন দর্শক। কারণ রুবেলের কুংফু দেখার আনন্দটা মিস করতে চাইতেন না কেউ। শুধু সিনেমা হলে নয়, পাড়ার চায়ের দোকান বা বাড়িতে, সিনেমা শুরু হওয়ার দশ মিনিট আগে থেকেই ভিড় করতেন সিনেপ্রেমিরা।

রুবেলের বেশির ভাগ ছবিই ছিল ব্যবসা সফল। অনেকেই এই নায়ককে ঢাকাই ছবির ব্রুস লি মনে করতেন। কারণ তাকে দেখে দর্শক ব্রুস লির সিনেমার মারামারির মতো উপভোগ করত, যিনি বন্দুক বা কোনো অস্ত্র ছাড়াই শত্রুদের ঘায়েল করতেন। 
 

Link copied!