উদ্বোধন হয়ে গেল ৭৪ তম আন্তর্জাতিক বার্লিন চলচ্চিত্র উৎসবের। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বার্লিনের শহর কেন্দ্র পটসডামার প্লাজায় ম্যাকিলিনে ডিট্রশ প্লাজা সংলগ্ন থিয়েটার হলে এ উৎসবের উদ্বোধন হয়।
ইউরোপের কান, ভেনিস চলচ্চিত্র উৎসবের মতোই বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব “বার্লিনালে”-র দিকে নজর সারা পৃথিবীর চলচ্চিত্র প্রেমীদের। বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ ফেব্রুয়ারি মাসের এই কনকনে শীতের দিনগুলোতে ভিড় জমান বার্লিনের এই উৎসবে।
এবারের ৭৪ তম উৎসবে জার্মান সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী বলেন, “আসুন আমরা সিনেমার বহুমুখিতা উপভোগ করি। ২০২৪-এর এই উৎসব আমাদের হৃদয়কে হয়তো নতুন এক দিগন্তের দিকে টেনে নিয়ে যাবে।”
করোনা মহামারির কারণে গত কয়েক বছর বার্লিনালে উৎসবের চেহারা ছিল মলিন। ২০২০, ২০২১-এ বার্লিনালে উৎসব উদযাপিত হয় অনলাইনে।