জনপ্রিয় আটটি ব্যান্ড নিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে উন্মুক্ত কনসার্ট। চট্টগ্রাম ফ্লাওয়ার ফেস্ট ২০২৫ ‘গালা নাইট কনসার্ট’ যেখানে দেশসেরা ব্যান্ডগুলো মঞ্চ মাতাবে। এ আয়োজনকে কেন্দ্র করে এরই মধ্যে শুরু হয়েছে অনলাইন প্রচারণা। এটি আয়োজন করছে জেলা প্রশাসন চট্টগ্রাম।
কনসার্টটি আগামী ৬ ফেব্রুয়ারি এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এটি হতে যাচ্ছে এ বছরের প্রথম উন্মুক্ত কনসার্ট, যা নিয়ে জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষ থেকে জানানো হয়, ফৌজদারহাট ডিসি পার্কে চলমান মাসব্যাপী ফুল উৎসবের সমাপনী উপলক্ষে আগামী ৬ ফেব্রুয়ারি এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে গালা নাইট কনসার্ট। যেখানে অংশ নেবে জনপ্রিয় ব্যান্ডনগর বাউল, শিরোনামহীন, আর্টসেলসহ আরও পাঁচটি ব্যান্ড। উন্মুক্ত এ কনসার্টে আসা শ্রোতাদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।
এ কনসার্ট নিয়ে শিরোনামহীন ব্যান্ডের জিয়া বলেন, ‘চট্টগ্রামে কনসার্ট করতে পারা সবসময় আনন্দের। এটি ব্যান্ডের শহর। এখানকার মানুষরা ব্যান্ড সংগীতকে হৃদয় দিয়ে ভালোবাসে। তাদের সামনে গান গাওয়ার অনুভূতি প্রকাশ করা অসম্ভব। সবাই আসুন সুন্দর একটি দিন কাটাই।
এ ছাড়া এ মাসে প্রথমবারের মতো শিরোনামহীন চট্টগ্রাম অঞ্চলের আরও একটি জেলায় কনসার্ট করবে, যা নিয়ে আমরা সবাই খুব এক্সাইটেড। আশা করছি বছরটি আমাদের ব্যান্ড ইন্ডাস্ট্রির জন্য সুন্দর কাটবে।’
এ কনসার্টের প্রধান আকর্ষণ নগরবাউল জেমস। যাদের ঘিরে শুরু হয়েছে প্রচারণা। ব্যান্ডের মুখপাত্র রবিন ঠাকুর কালবেলাকে বলেন, ‘এ শহরের সঙ্গে আমাদের গভীর একটি সম্পর্ক আছে, যা সবাই কমবেশি জানে। এখানে সবসময় নগরবাউল শ্রোতাদের জন্য নিজেদের উজাড় করে দেয়। এবারও তার ব্যতিক্রম হবে না।
শুধু আমরা নই, এ আয়োজনে দেশের আরও জনপ্রিয় ব্যান্ডগুলো অংশগ্রহণ করবে। সবাই আসুন। অনেক মজা হবে। আমাদের স্টেজ শোয়ের ব্যস্ততা অনেক বেড়েছে। আজ ২৫ জানুয়ারি আমরা পঞ্চগড় কনসার্ট করব। এ মাসে আরও কিছু কনসার্ট আছে।’
এর আগে চট্টগ্রামে টানা দুদিন কনসার্ট করেছে ব্যান্ড অ্যাশেজ। এই কনসার্টে মঞ্চ মাতানোর তালিকায় রয়েছে নগরবাউল, আর্টসেল, লালন, আভোয়েড রাফা, শিরোনামহীন, আর্বোভাইরাস, উন্মাদ ও তেরোন্দাজ।