• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

আবারও কম বয়সী পুরুষের প্রেমে ৫১-র মালাইকা, কে তিনি?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৪, ০৩:১০ পিএম
আবারও কম বয়সী পুরুষের প্রেমে ৫১-র মালাইকা, কে তিনি?
মালাইকা আরোরা। ছবি: সংগৃহীত

বলিউডের গ্ল্যামারাস ডিভা মালাইকা আরোরা। কেরিয়ারের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে অধিক আলোচনায় থাকেন এই অভিনেত্রী। সম্প্রতি ৫১ বছর বয়সে পা রেখেছেন অভিনেত্রী। তবুও নতুন নতুন প্রেম করছেন এই নায়িকা। বি-টাউনে গুঞ্জন রাহুল বিজয়কে মন দিয়েছেন অভিনেত্রী। ১৭ বছরের বিয়ে টেকেনি, অর্জুনের সঙ্গে অর্ধ-দশক লম্বা প্রেম ভাঙতে না ভাঙতেই ফের নতুন প্রেমে মালাইকা!

আরবাজ খানের সঙ্গে তার ডিভোর্স হোক বা হাঁটুর বয়সী অর্জুন কাপুরের সঙ্গে প্রেম-বিচ্ছেদ, মালাইকাকে নিয়ে চর্চা যেন থামে না! অর্জুন-মালাইকার ৫ বছরের প্রেম টেকেনি। পথ আলাদা হয়েছে দুজনের। কিন্তু মাস কয়েক যেতে না যেতেই নতুন প্রেম মাল্লার জীবনে? বলিউডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে তেমনই গুঞ্জন। 

আরবাজ খানের ডিভোর্স মঞ্জুর হওয়ার আগে অর্জুনকে ডেট করা শুরু করেছিলেন মালাইকা। কিন্তু চলতি বছরের অক্টোবরে ‍‍`সিংঘম এগেইন‍‍` ছবির প্রচারে অর্জুন স্পষ্ট বলেন, তিনি এখন সিঙ্গল। এখন নতুন চর্চা মালাইকার জীবনে এসেছে অন্য পুরুষ।

 

 

শুরুটা হয়েছিল এপি ধিলোঁর কনসার্ট থেকে। একটি ভাইরাল ক্লিপে, এপি মালাইকাকে মঞ্চে একটি উষ্ণ আলিঙ্গন করেন গায়ক। কিন্তু না, এপি ধিলোঁর সঙ্গে ডেট করছেন না মালাইকা। মালাইকার নতুন প্রেমিক রাহুল বিজয়, যার সাথে তিনি কনসার্টে অংশ নিয়েছিলেন। 

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে রাহুল কনসার্টের মালাইকার একটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘দাঁড়ান, এটা কি মালাইকা কনসার্ট ছিল?’ এর পরে দুজনের একটি মিষ্টি সেলফিও শেয়ার করেন রাহুল। কিন্তু মালাইকার জীবনের এই নতুন পুরুষ? যিনি নায়িকার মনের ক্ষত সারাচ্ছেন।

রাহুল একজন ফ্যাশন স্টাইলিস্ট এবং ফ্যাশন ডিজাইনের ডিগ্রিধারী সৃজনশীল পরামর্শদাতা। তিনি জি-কিউ ইন্ডিয়া, হার্পার্স বাজার ইন্ডিয়া এবং এলির মতো জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিনের প্রাক্তন সম্পাদক। রাহুল বিনোদন জগতের সাথেও দীর্ঘদিন সংযুক্ত রয়েছেন। 

সারা আলি খান, আলিয়া ভাটের জিগরা সহ-অভিনেতা বেদাঙ্গ রায়না, ভিকি কৌশল, সুনীল শেঠি এবং আথিয়া শেঠির মতো বেশ কয়েকটি জনপ্রিয় সেলিব্রিটির সাথে কাজ করেছেন তিনি। চলতি মাসের শুরুতেই জিকিউ মেন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডের জন্য অর্জুন কাপুরকেও স্টাইল করেছিলেন তিনি।

২০১১ সালে ফ্যাশন ইনটার্ন হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন রাহুল। ইন্ডাস্ট্রিতে তাঁর বয়স মাত্র ১৩ বছর। এখনও ৪০-এর গণ্ডি পার করেননি মালাইকার চর্চিত প্রেমিক। অভিনেত্রীর চেয়ে বয়সে অনেকটাই ছোট তিনি। 

Link copied!