হেরিটেজ মঞ্চ মাতাবেন তারা ৩০ ডিসেম্বর...


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৪, ০৩:১৬ পিএম
হেরিটেজ মঞ্চ মাতাবেন তারা ৩০ ডিসেম্বর...
বাউল শফি মণ্ডল, সুকুমার বাউল, ক্লোজআপ ওয়ান তারকা মৌসুমী আক্তার সালমা, প্রিন্স আলমগীর, এস এম শফি। ছবি: কোলাজ

হেরিটেজ রিসোর্টে আয়োজন হতে যাচ্ছে বাংলাদেশ ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ৩২তম সাধারণ সভা (এজিএম)। এ উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠানে গান গেয়ে মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় শিল্পী বাউল শফি মণ্ডল, সুকুমার বাউল, ক্লোজআপ ওয়ান তারকা মৌসুমী আক্তার সালমা, প্রিন্স আলমগীর, এস এম শফি, পুষ্পিতা মীত্র, জয়া খান, হালিম আরমানসহ আরও অনেকে। 

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স আ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজ হায়দার খান।

অনুষ্ঠানে গান গাওয়া প্রসঙ্গে শিল্পী শফি মণ্ডল বলেন, ‘খুব ভালো একটি আয়োজন। এমন আয়োজনে গান করতে বরাবরই আমার ভালো লাগে। এতো সুন্দর আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই জনাব ফিরোজ হায়দার খানকে।’ 

ক্লোজআপ ওয়ান তারকা সালমা বলেন, ‘বাংলাদেশ ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ৩২তম সাধারণ সভা (এজিএম)  উপলক্ষ্যে মঞ্চে গান গাইব। তাদের এমন একটি আয়োজন আমাকে মুগ্ধ করেছে। গানের মাধ্যমে সবাইকে বিনোদন দেওয়ার চেষ্টা করব।’

 লাল-সবুজ দল ব্যান্ড্রের শিল্পী এস এম শফি বলেন, ‘অনেক দিন পর হেরিটেজ রিসোর্টের মঞ্চে গান করব। আমার সাথে আরও জনপ্রিয় শিল্পীরাও গাইবেন। আশা করছি, এই মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানটি সবাই উপভোগ করবেন।’

অনুষ্ঠানে আরও গাইবেন দেশের বরেণ্য শিল্পী বারী সিদ্দিকীর শিষ্য প্রিন্স আলমগীর। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমরা গানের মানুষ। গান গেয়ে দর্শকদের বিনোদন দেওয়াই আমাদের কাজ। আমার গুরু বারী সিদ্দিকীর জনপ্রিয় বেশ কয়েকটি গান করব এ অনুষ্ঠানে।’

বাংলাদেশ ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজ হায়দার খান বলেন, ‘প্রতিবারের মতো এবারও জমকালো আয়োজনের মাধ্যমে পালিত হচ্ছে বাংলাদেশ ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ৩২তম সাধারণ সভা(এজিএম) অনুষ্ঠান। এটি একটি মিলন মেলা। আমি প্রতিবারই চেষ্টা করি এমন একটি আয়োজন করার জন্য। এবারও তাই করেছি। 

ফিরোজ হায়দার খান বলেন, ‘সংগঠনের দ্বায়িত্ব নেয়ার পর থেকেই দেশ ও দেশবাসির জন্য কাজ করে যাচ্ছি। সামনের দিন গুলোতেও কাজ করে যাব। এ অনুষ্ঠানে দেশের জনপ্রিয় শিল্পীরা গান পরিবেশন করবেন। তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমার ডাকে সারা দেয়ার জন্য।’

Link copied!