• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ২ জমাদিউস সানি ১৪৪৬

ওমর সানীর বাসায় চুরি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৪, ০৫:৫০ পিএম
ওমর সানীর বাসায় চুরি
চিত্রনায়ক ওমর সানী। ফাইল ছবি

চিত্রনায়ক ওমর সানীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ সময় তার বাসা থেকে নগদ টাকাসহ মোবাইল সেট চুরি হয়। এ ঘটনায় ভাটারা থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এ অভিনেতা।

ওমর সানী জানান, সোমবার সকাল হাঁটতে বেরিয়েছিলেন তিনি। হাঁটাহাঁটির পর বাসায় ফিরে দেখেন তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন, ২২ হাজার টাকা এবং তার সহকারীর একটি দামি ফোন চুরি হয়ে গেছে।

এই চিত্রনায়ক বলেন, ‌“সোমবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে আমি মর্নিং ওয়াকে বের হই। এরপর হাঁটা শেষে আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে বাসায় ফিরে ড্রয়িং রুমে এসে দেখি আমার স্যামসাং এস টুয়েন্টি আল্ট্রা এবং আরেকটি অপ্পো ফোন নেই। ড্রয়ারে নগদ ২২ হাজার টাকা ছিল, সেটিও নেই। আমার পিএস আরিফ জানায়, তার ব্যবহৃত ইনফিনিক্স মোবাইল ফোনটিও চুরি হয়েছে।”

ওমর সানী জানান, চুরি যাওয়া ফোনগুলোর আইএমইআইসহ সমস্ত তথ্যই পুলিশকে দেওয়া হয়েছে।

Link copied!