ঢাকাই সিনেমার এক সময়ের তুমুল জনপ্রিয় নায়ক ওমর সানী। বর্তমানে ব্যবসায় ব্যস্ত সময় পার করলে ভালো গল্প পেলে সিনেমায় অভিনয় করেন তিনি। পাশাপাশি ফেসবুকে বিভিন্ন সময় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করেন দর্শকনন্দিত এ চিত্রনায়ক। সম্প্রতি নিজের অসুস্থতায় জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ওমর সানী।
রোববার (১১ জুন) দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, “অসুস্থতায় দোয়া চাওয়া উচিত, তাই সবাই দোয়া করবেন।”
এ বিষয়ে গণমাধ্যম ওমর সানী বলেন, “বেশি কিছু হয়নি। ঠান্ডার জন্য এন্টিবায়োটিক ঔষধ খাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে কাজে ফিরতে পারি।”
সর্বশেষ ওমর সানীকে শুটিং করতে দেখা যায় জাহিদ হাসান পরিচালিত ‘সোনার চর’ সিনেমায়। এতে ওমর সানী ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, জায়েদ খান, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।