বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য থাকতে চাচ্ছেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন জনপ্রিয় নায়ক ওমর সানী। শনিবার (২৫ মে) দুপুর ১২টায় ফেসবুক স্ট্যাটাসে তিনি এই কথা জানান। ওমর সানী লিখেন, ‘ আমি আর শিল্পী সমিতিতে সদস্য হিসাবে থাকতে চাচ্ছি না, আমি কয়েক দিনের মধ্যে প্রেসিডেন্ট সাহেবের কাছে চিঠি পাঠাবো। আমার সমস্ত শিল্পীর প্রতি শ্রদ্ধা রইল।
গত ১৯ এপ্রিল শেষ হল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। সেই নির্বাচন ঘিরে বরাবরই উত্তেজনা তুঙ্গে। নিপুণের রিটের পর ডিপজলের পদ স্থগিত। ডিপজল-নিপুণ ইস্যুতে মন্তব্য করে আলোচনায় সংগঠনটির সহ-সভাপতি ডিএ তায়েব। কারণ, নিপুণের বিরুদ্ধে ৬৪ জেলায় মামলা হতে পারেও বলে জানান তায়েব। এ দিকে গাবতলীর গরুর হাটে শিল্পীদের কাজের প্রস্তাব ডিপজলের সব মিলিয়ে অনেক শিল্পীই বিব্রত হচ্ছেন। অনেকে ধারনা করছেন সঙ্গ কারণেই শিল্পী সমিতি থেকে সরে যেতে জনপ্রিয় নায়ক ওমর সানী।
ওমর সানী বর্তমানে চাপওয়ালা নিয়ে ব্যস্ত রয়েছেন। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডেডবডি’