দক্ষিণ ভারতের চিত্রনায়িকা তৃষা কৃষ্ণানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় তার সহ-অভিনেতা মনসুর আলী খানের শাস্তি দাবি করেছে দেশটির মহিলা কমিশন। এ ছাড়া বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তৃষাও।
ভারতের আনন্দবাজার পত্রিকা জানায়, সম্প্রতি লোকেশ কনগরাজ পরিচালিত ‘লিও’ ছবিতে থলপতি বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন তৃষা। এ ছবিতে অভিনয় করেছেন মনসুর আলী খানও। তবে তৃষার সঙ্গে তার কোনো দৃশ্য ছিল না। সেই বিষয়টি উল্লেখ করে এক অনুষ্ঠানে মনসুর জানান, তৃষার সঙ্গে কোনো দৃশ্যে অভিনয় করার সুযোগ না পেয়ে নাকি কিছুটা হতাশ তিনি।
মনসুর বলেন, “আমি ভেবেছিলাম ছবিতে তৃষার সঙ্গে আমার একটা বেডরুমের দৃশ্য তো থাকবেই। এর আগের সব ছবিতে আমি নায়িকাদের তুলে বিছানায় নিয়ে যেতাম। আমি ভেবেছিলাম, তৃষার সঙ্গেও এমন কোনো একটা দৃশ্যে অভিনয় করার সুযোগ পাব।”
মনসুরের এমন বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি নিয়ে মনসুরের সমালোচনা করে ভারতের জাতীয় মহিলা কমিশনও।
জাতীয় মহিলা কমিশনের অন্যতম সদস্য ও বিজেপি নেত্রী খুশবু সুন্দর এক ফেসবুক পোস্টে লেখেন, “জাতীয় মহিলা কমিশনের সদস্য হিসেবে আমি ইতিমধ্যেই এই বিষয় নিয়ে অভিজ্ঞদের সঙ্গে কথা বলেছি। এমন নোংরা মন্তব্য করে কেউ পার পাবে না। আমি তৃষা ও আমার সব নারী সহকর্মীর পাশে আছি।”
খুশবুর এই মন্তব্যের এক দিন পরেই জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে ডিজিপিকে উল্লেখ করে আর্জি জানানো হয়, ভারতীয় দণ্ডবিধির ৫০৯বি ও অন্য উপযুক্ত ধারায় যেন মনসুরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
মনসুর আলীর এমন আপত্তিকর মন্তব্য নিয়ে ফেসবুকে তৃষা লিখেছেন, “একটা ভিডিও আমার নজরে এসেছে, যেখানে মনসুর আলী খান আমাকে নিয়ে অশালীন কিছু কথা বলেছেন। এমন আচরণের প্রতিবাদ তো জানাচ্ছিই, পাশাপাশি আমি মনে করি আমি সৌভাগ্যবতী যে তার মতো অভিনেতার সঙ্গে আমাকে অভিনয় করতে হয়নি। ভবিষ্যতেও কখনও সেই দিন আসবে না।”