‘এখন স্বপ্ন তো একটাই, দেশটাতে গণতন্ত্র দেখে যেতে চাই বলে মন্তব্য করেছেন বরেণ্য সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। শেখ হাসিনার দেশ ছাড়ার পর এভাবেই মন্তব্য করেছেন জনপ্রিয় এই সংগীতশিল্পী।
তিনি বলেন, ‘আমাদের তো বয়স হয়েছে; জীবনের শেষ অধ্যায়ে আছি। এখন এই একটাই চাওয়া’।
বরেণ্য এই শিল্পী এর আগে গত ২৩ জুলাই গণমাধ্যমক দেওয়া প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছিলেন অস্থিরতার কথা। ‘কদিন থেকে ঘুমাতে পারছি না। নানা এলোমেলো স্মৃতি, চিন্তা মস্তিষ্ককে ক্রিয়াশীল করে রাখছে। হৃদয় কেঁদে ওঠে, ঘুম চলে যায়। মাথার ভেতর প্রশ্ন এসে পীড়া দেয়, স্বাধীনতার অর্ধশতাব্দী পরও এই দৃশ্য দেখতে হলো? কী অপরাধে এতগুলো তরুণ প্রাণকে পিতা-মাতার বুক শূন্য করে, অকালে ঝরে যেতে হলো?’ তখন এভাবেই প্রতিক্রিয়া দিয়েছিলেন তিনি।
এই সংগীতশিল্পী বললেন, ‘আমি মোটামুটিভাবে আমাদের দেশ সম্পর্কে নিরাশ হয়ে গিয়েছিলাম—হবে না, কিছুই হবে না।’ তবে নতুন প্রজন্ম তাঁকে চমকে দিয়েছে।
তিনি বলেন, ‘কিন্তু এবার আমাদের এই তরুণ সমাজের উত্থান দেখে চমকে গেছি। তাদের দেশপ্রেম বলি, স্পৃহা বলি, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করার যে মানসিকতা, সেটা দেখে নিজের ভেতরে আবার আশার সঞ্চার হয়েছে। এখন মনে হচ্ছে, এ দেশ ঠিকই ঘুরে দাঁড়াবে।’