• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩০, ২৪ রজব ১৪৪৬

এবার কপিল শর্মাকে হত্যার হুমকি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ০১:৩২ পিএম
এবার কপিল শর্মাকে হত্যার হুমকি
কপিল শর্মা। ছবি: সংগৃহীত

বলিউডর কমেডি কিং কপিল শর্মা। সম্প্রতি ই-মেইলের মাধ্যমে প্রাণনাশের হুমকি পেয়েছেন।  শুধু তিনিই নন, একের পর এক তারকার কাছে এসেছে এই প্রাণনাশের হুমকি। এই তালিকায় রয়েছেন অভিনেত্রী সুগন্ধা মিশ্র, অভিনেতা রাজপাল যাদব ও কোরিওগ্রাফার রেমো ডিসুজাও।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে, বিষ্ণু নামে জনৈক ব্যক্তির কাছ থেকে ই-মেইল পেয়েছেন এই তারকারা। বিষ্ণু শুধু হুমকিই দেয়নি, এর পাশাপাশি সে এও জানিয়েছে যে, তারকাদের কার্যকলাপের ওপর নজরদারি চালাচ্ছে সে।

ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন থেকে জানা গেছে, ই-মেইলে বলা হয়েছে, আমরা আপনাদের সাম্প্রতিক কার্যকলাপের ওপর কড়া নজর রাখছি। আমরা বিশ্বাস করি যে, সংবেদনশীল এই বিষয়টি আপনাদের দৃষ্টিগোচরে আনা অত্যন্ত জরুরি। এটা কোনো পাবলিক স্টান্ট নয় অথবা এটা আপনাদের হয়রানি করারও চেষ্টা নয়। আমরা অনুরোধ করছি যে, আপনারা এই বার্তাটিকে গুরুত্ব দিয়ে গ্রহণ করুন। আর গোপনীয়তা বজায় রাখুন।

ই-মেইলের প্রেরক আরও জানিয়েছে যে, আট ঘণ্টার মধ্যে তার দাবি যদি পূরণ করা না হয়, তাহলে এর জেরে ভয়ংকর পরিণতির সম্মুখীন হতে হবে। যদিও এখনো পর্যন্ত ই-মেইল প্রেরকের দাবির বিস্তারিত তথ্য প্রকাশ্যে আনা হয়নি।

সংবাদ সংস্থা আইএএনএস জানায়, রাজপাল যাদবের স্ত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে বিএনএস-এর ৩৫১(৩) ধারার আওতায় এফআইআর দায়ের করেছে আম্বোলি পুলিশ। এর পাশাপাশি অভিযোগ জানিয়েছেন সুগন্ধা মিশ্র ও রেমো ডিসুজাও।

‘দ্য কপিল শর্মা শো’ এবং ‘কমেডি নাইটস উইথ কপিল’-এর মতো শোয়ের জন্য তুমুল জনপ্রিয়তা ও খ্যাতি লাভ করেছেন কপিল শর্মা। সম্প্রতি নেটফ্লিক্সে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ সঞ্চালনা করেছেন তিনি। নিজের কমেডি শো ছাড়াও ‘কিস কিসকো প্যায়ার করুঁ’, ‘ফিরঙ্গি’, ‘জ্বিগাটো’ এবং ‘ক্রু’-র মতো সিনেমার কাজ করেছেন কপিল।

Link copied!