• ঢাকা
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩০, ১২ রমজান ১৪৪৬

‘অতটা বয়স হয়ে যায়নি, এখনও দুনিয়া কাঁপাতে পারি’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৪:০৬ পিএম
‘অতটা বয়স হয়ে যায়নি, এখনও দুনিয়া কাঁপাতে পারি’
অভিনেত্রী কারিনা কাপুর। ছবি: সংগৃহীত

এখনো অতটা বয়স হয়ে যায়নি, এখনও দুনিয়া কাঁপাতে পারি বলে মন্তব্য করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর। সম্প্রতি হলিউড অভিনেত্রী জিলিয়ন অ্যান্ডারসনের সঙ্গে এক একান্ত সাক্ষাতকারে এমন মন্তব্য করেন কারিনা। ৪৫ ছুঁইছুঁই বয়সে নাকি ২৫-৩০ বছরে তিনি যেমন ছিলেন তার থেকে আরও বেশি ভালো আছেন নায়িকা।

এদিকে সম্প্রতি কারিনার সঙ্গে দেখা হয়েছিল প্রাক্তন প্রেমিক শহীদ কাপুরের। অনুষ্ঠান মঞ্চে পরস্পর কথা বলেছেন, হাসাহাসি করেছেন। এমনকি জড়িয়েও ধরেছেন একে অপরকে।

বেশ কয়েক বছরের সম্পর্ক তাদের ভেঙে গিয়েছিল ২০০৭ সালে ‘জব উই মেট’ সিনেমার পর। হিসাব বলছে তখন করিনার ২৭ বছর বয়স। ২০১২ সালে তিনি বিয়ে করেন সাইফ আলি খানকে। আর এবার করিনা বললেন, তখন আমি যেমন ছিলাম, এখন তার চেয়ে বেশি সুখী।

জুলয়ার কথায়, বহু অভিনয় শিল্পীকেই দেখা যাবে যারা কোনও নির্দিষ্ট বয়সে নিজেদের চেহারাকে বেঁধে ফেলতে চেয়েছেন। তার জন্য আবার নানা রকম কথাও শুনতে হয়েছে।  

এ বিষয়েই কারিনা বক্তব্য, আমার মনে হয় এটা ব্যক্তিগত পছন্দের বিষয়। আমি তো ওই বলিরেখাগুলো দেখতেই ভালোবাসি। আমার মনে হয় এতে আমাকে আরও আবেদনময়ী দেখতে লাগে। আমি তো এই মধ্য চল্লিশে এসে আরও বেশি সুখী মনে করি নিজেকে, অন্তত ২০-৩০ বছরে যেমন ছিলাম, তার চেয়ে। এই স্বাভাবিক প্রক্রিয়াকে মেনে নিতে চাই। এখনও অতটা বয়স হয়ে যায়নি, আর আমি এখনও দুনিয়া কাঁপাতে পারি।

২০২৪ সালে কারিনাকে দেখা গেছে ‘বাকিংহাম মার্ডারস’ এবং ‘সিংহম আগেন’ সিনেমায়। এরপর তাকে দেখা যাবে মেঘনা গুলজারের সিনেমাতে। সিনেমার নাম এখনও ঠিক হয়নি। নতুন কাজ নিয়ে কারিনা নিজেই জানিয়েছেন, বড় ব্যানারের দক্ষিণী সিনেমাতে কাজ করতে যাচ্ছেন তিনি। 

Link copied!