জনপ্রিয় গায়ক, অভিনেতা তাহসানের বিয়ের খবর ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছেন তাহসান খান। এ বিষয়ে তাহসান একটি গণমাধ্যমকে বলেন, “এখনো বিয়ে হয়নি। কোনো আনুষ্ঠানিকতাও হয়নি। একটা ঘরোয়া আয়োজন ছিল, সেখানে এ ছবিগুলো তোলা। আজ (শনিবার) সন্ধ্যায় বিস্তারিত জানাব।’
শনিবার সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাহসান ও রোজার বিয়ের আয়োজনের একাধিক ছবি ভাইরাল হয়। তাতে নেটিজেনরা এই নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন। শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন অঙ্গনের অনেকে। এমনও লিখেছেন কেউ কেউ, ‘অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান। তাঁর সেই প্রিয় গান যেন অবশেষে সত্য হয়ে ধরা দিল!’
বছরের শুরুতেই সুখবরটি শুনে বেশ চমকিত হয়েছেন তাহসানের ভক্ত-অনুরাগীরা। তাহসানের নতুন জীবনসঙ্গিনীকে নিয়ে চর্চা তুঙ্গে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন তাহসান নিজেই।
জনপ্রিয় এই গায়ক নব্য স্ত্রী রোজা আহমেদ সম্পর্কে হয়তো এখনো অনেকেই স্পষ্ট নন। বাংলাদেশের বরিশালে বেড়ে ওঠা রোজা আহমেদ বর্তমানে ক্যারিয়ার গড়েছেন মার্কিন মুলুকে।
তাহসান তার স্ত্রী রোজা সম্পর্কে গণমাধ্যমে জানিয়েছেন, রোজা পড়াশোনা করেছেন নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর। পড়াশোনা শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তী সময়ে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন।
তাহসানের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে প্রেম ও বন্ধুত্বের সম্পর্ক থেকে ২০০৬ সালের ৭ আগস্ট রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান।
এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান। হয়েছে তাদের বিচ্ছেদও। মিথিলা ঘর বেঁধেছেন কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে। তবে সে সংসারও ভালো কাটছে না।