ফিফা ফ্যান ফেস্ট ইভেন্টে পারফর্ম করার সময় ভারতীয় পতাকাকে অসম্মান করার অভিযোগে তুমুল সমালোচনার মুখে পড়েছেন বলিউডের অন্যতম আইকন নোরা ফাতেহি। ভারতীয় পতাকাকে উল্টে ধরার জন্য অভিনেত্রীকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে।
সম্প্রতি ফিফা ফ্যান ফেস্ট ইভেন্টে বিশ্বকাপের অফিশিয়াল অ্যান্থেম ‘লাইট দ্য স্কাই’, ‘ও সাকি সাকি’ এবং অন্যান্য গানে পারফর্ম করেছেন নোরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ইভেন্টের একটি ভিডিওতে নোরাকে একটি চকচকে পোশাকে ভারতীয় পতাকাটি নেড়ে আন্তর্জাতিক মঞ্চে ‘জয় হিন্দ’ বলতে দেখা যায়।
মঞ্চে নোরা বলেন, “ভারত ফিফা বিশ্বকাপের অংশ নয়। কিন্তু আমরা আমাদের সংগীত এবং নাচের মাধ্যমে ফিফা বিশ্বকাপের অংশ হয়েছি।”
নোরার সেই ভিডিওটি ভাইরাল হতেই পতাকার বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। ভিডিওতে দেখা যায়, নোরা জাতীয় পতাকা উল্টো করে ধরেছিলেন। তিনি মঞ্চে পরে থাকা ভারতীয় পতাকাটি তুলে নেন, তারপর তা দর্শকদের উদ্দেশে নাড়ান। কিন্তু বাতাসের কারণে পতাকাটি উল্টে যায়। নোরা বিষয়টি লক্ষ করেননি। পতাকাটি উড়িয়েছেন মঞ্চে।
ভিডিওতে নোরার এমন আচরণ দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়েছে। ভারতীয়রা নোরাকে জাতীয় পতাকার ‘অসম্মান’ করার জন্য তিরস্কার করছেন। নোরাকে দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিচ্ছেন অনেকে। নোরার ভক্ত অনুরাগীরাও বিষয়টি নিয়ে বিব্রতবোধ করছেন। জাতীয় পতাকা ধরার বিষয়ে আরও সচেতন হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন অনেকে।
‘ফিফা বিশ্বকাপ ২০২২’-এ ভারতের প্রতিনিধিত্ব করেছেন নোরা ফাতেহি। ফিফার মিউজিক ভিডিওতেও দেখা গেছে তাকে। ফিফার থিম সং গেয়ে পরিবেশন করেছেন তিনি। মাতিয়েছেন বিশ্বকাপের মঞ্চ।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া