‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস’র ৮২তম আসর আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে অনুষ্ঠিত হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৫ জানুয়ারি (বাংলাদেশ সময় ৬ জানুয়ারি সকাল ৭টা) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বেভারলি হিলসের দ্য বেভারলি হিলটন হোটেলে জমকালো আয়োজনে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস প্রদান করা হবে।
এবারের আসরের সংগীতনির্ভর থ্রিলার ‘এমিলিয়া পেরেস’ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পটভূমিতে নির্মিত ‘দ্য ব্রুটালিস্ট’ ৮২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে মনোনীত চলচ্চিত্রের তালিকায় শীর্ষ দুটি অবস্থানে রয়েছে। আসরের সর্বোচ্চ পুরস্কার সেরা চলচ্চিত্র (ড্রামা) বিভাগে লড়বে এগুলো।
এই বিভাগে আরও রয়েছে পোপ নির্বাচনের গল্প ‘কনক্লেভ’, কিংবদন্তি সংগীতশিল্পী বব ডিলানের বায়োপিক ‘অ্যা কমপ্লিট আননৌন’, কল্পবিজ্ঞানধর্মী সিক্যুয়েল ‘ডুন: পার্ট টু’, কৃষ্ণাঙ্গদের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরা ‘নিকেল বয়েজ’ ও অলিম্পিকে জিম্মি সংকট নিয়ে প্রতিবেদন করা ক্রীড়া সাংবাদিকদের কেন্দ্র করে ‘সেপ্টেম্বর ফাইভ’। নেটফ্লিক্স প্রযোজিত স্প্যানিশ ভাষার চলচ্চিত্র ‘এমিলিয়া পেরেস’ ১০টি মনোনয়ন নিয়ে তালিকায় সবার ওপরে আছে। এর গল্প মেক্সিকোর এক মাদক সম্রাটকে কেন্দ্র করে, যে লিঙ্গ পরিবর্তনের মাধ্যমে পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হন। ছবিটির ১০টি মনোনয়নের মধ্যে তিনটিতেই আছে জ্যাক অডিয়ারের নাম। সেরা পরিচালক ও সেরা চিত্রনাট্য বিভাগে একা মনোনীত হয়েছেন তিনি।
এছাড়া সেরা মৌলিক গান বিভাগের সংক্ষিপ্ত তালিকায় থাকা ‘এল মাল’ লেখার জন্য ফরাসি সংগীতশিল্পী ক্লেমোঁ দুকল ও কামিলের সঙ্গে মনোনয়ন ভাগ করেছেন ৭২ বছর বয়সী এই নির্মাতা। সেরা মৌলিক গান বিভাগে ‘মি কামিনো’র জন্য এবং সেরা মৌলিক সুর সংযোজন বিভাগে মনোনীত হয়েছেন ক্লেমোঁ দুকল ও কামিল। অর্থাৎ জ্যাক অডিয়ারের মতো তারাও তিনটি মনোনয়ন পেয়েছেন।
‘এমিলিয়া পেরেস’ ছবিতে আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন জোয়ি স্যালদানা, যিনি একজন মাদক সম্রাটকে মৃত্যুর জালিয়াতির মাধ্যমে পুরুষ থেকে নারীতে রূপান্তর হতে সাহায্য করেন। মাদক সম্রাটের ভূমিকায় দেখা গেছে স্প্যানিশ অভিনেত্রী কার্লা সোফিয়া গ্যাসকোনকে। মাদক সম্রাটের স্ত্রীর ভূমিকায় পর্দায় এসেছেন আমেরিকান গায়িকা সেলিনা গোমেজ। তিন জনকেই গোল্ডেন গ্লোবসের ভোটাররা মনোনয়ন তালিকায় জায়গা করে দিয়েছেন।
তাদের মধ্যে সেলিনা ও জোয়ি সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে নিজেরাই প্রতিদ্বন্দ্বী। সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি) বিভাগে মনোনীত হয়েছেন কার্লা সোফিয়া গ্যাসকোন। এই তিন জনের সঙ্গে ছবিটির আরেক অভিনয়শিল্পী মেক্সিকোর আদ্রিয়ানা পাজ ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্র বিভাগেও মনোনীত হয়েছে কান উৎসবে জুরি প্রাইজ জয়ী ফ্রান্সের ‘এমিলিয়া পেরেস’।
এদিকে বড় ও ছোট দুই পর্দার জন্য পৃথক দুটি মনোনয়ন পেয়েছেন ‘টাইটানিক’ তারকা কেট উইন্সলেট। যুক্তরাষ্ট্রের নারী এলেন কুরাস পরিচালিত ‘লি’ ছবিতে রণাঙ্গনের আলোকচিত্রী লি মিলারের বায়োপিকের সুবাদে সেরা অভিনেত্রী (ড্রামা) বিভাগের সংক্ষিপ্ত তালিকায় আছে তার নাম।
এছাড়া এইচবিওর ‘দ্য রেজিম’ মিনি সিরিজে কাল্পনিক স্বৈরশাসকের ভূমিকায় অভিনয় করে সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অথবা টিভি মুভি) বিভাগে মনোনীত হয়েছেন ৪৯ বছর বয়সী এই ব্রিটিশ তারকা।
২০০৯ সালে ‘রেভোল্যুশনারি রোড’ ছবির জন্য সেরা অভিনেত্রী (ড্রামা) ও ‘দ্য রিডার’-এর সুবাদে বড় পর্দার সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে দুটি পুরস্কারই জিতেছেন কেট উইন্সলেট।
গায়িকা সেলিনা গোমেজ বড় ও ছোট দুই পর্দার জন্য পৃথক দুটি মনোনয়ন পেয়েছেন। হুলু’র ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এর সুবাদে সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি সিরিজ) বিভাগে মনোনীত হয়েছেন ৩২ বছর বয়সী এই তারকা। ‘দ্য অ্যাপ্রেন্টিস’ ছবিতে যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জীবনের শুরুর দিক ফুটিয়ে তোলার জন্য সেরা অভিনেতা (ড্রামা) বিভাগে মনোনয়ন পেয়েছেন সেবাস্টিয়ান স্ট্যান। এছাড়া সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি) বিভাগে ‘অ্যা ডিফারেন্ট ম্যান’-এর সুবাদে মনোনীত হয়েছেন ৪২ বছর বয়সী এই রোমানিয়ান-আমেরিকান তারকা।
সেবাস্টিয়ান স্ট্যানের সহশিল্পী জেরেমি স্ট্রং সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন ট্রাম্পের অ্যাটর্নি রয় কোন চরিত্রের সুবাদে। যদিও ইরানি-ডেনিস নির্মাতা আলি আব্বাসির ছবিটিকে রাজনৈতিকভাবে ঘৃণ্য কাজ হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প।
সাতটি বিভাগে মনোনীত হয়েছে ৮১তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রৌপ্য সিংহ পুরস্কার জয়ী যুক্তরাষ্ট্রের ব্র্যাডি কর্বেট পরিচালিত ‘দ্য ব্রুটালিস্ট’। এতে একজন হাঙ্গেরিয়ান-ইহুদি অভিবাসী স্থপতির ভূমিকায় অভিনয় করে সেরা অভিনেতা (ড্রামা) বিভাগে মনোনয়ন পেয়েছেন অ্যাড্রিয়েন ব্রডি, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা থেকে পালিয়ে আমেরিকায় নতুনভাবে জীবন সাজানোর চেষ্টা করে।
আমেরিকান শিল্পী অ্যাড্রিয়েন ব্রডির সহশিল্পী ব্রিটিশ অভিনেত্রী ফেলিসিটি জোন্স একদশক পর দ্বিতীয়বারের মতো গোল্ডেন গ্লোবসে মনোনীত হলেন। ‘দ্য ব্রুটালিস্ট’ এবার তাকে এনে দিয়েছে সেরা পার্শ্ব অভিনেত্রীর মনোনয়ন। ছবিটিতে তাদের আরেক সহশিল্পী গাই পিয়ার্স বড় পর্দার সেরা পার্শ্ব অভিনেতা বিভাগের সংক্ষিপ্ত তালিকায় আছেন।
সেরা পরিচালক বিভাগে জায়গা পেয়েছেন ৮১তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রৌপ্য সিংহ পুরস্কার জয়ী ব্র্যাডি কর্বেট। এছাড়া সেরা চিত্রনাট্য বিভাগে নরওয়ের পরিচালক-অভিনেত্রী মোনা ফাস্টফল্ডের সঙ্গে মনোনয়ন ভাগ করেছেন তিনি। ‘দ্য ব্রুটালিস্ট’-এর জন্য সেরা মৌলিক সুর সংযোজন বিভাগে স্থান পেয়েছেন ব্রিটিশ সংগীতশিল্পী ড্যানিয়েল ব্লুমবার্গ।
ছয়টি বিভাগে মনোনীত হয়েছে জার্মান বংশোদ্ভূত অস্ট্রিয়ান-সুইস পরিচালক এডওয়ার্ড বার্গারের ‘কনক্লেভ’। এর গল্প একদল ষড়যন্ত্রকারী কার্ডিনালকে কেন্দ্র করে, যারা নতুন পোপ নির্বাচনের জন্য একত্র হয়। সেরা পরিচালক বিভাগে আছে এডওয়ার্ড বার্গারের নাম। ছবিটির সুবাদে সেরা অভিনেতা (ড্রামা) বিভাগে ব্রিটিশ তারকা র্যালফ ফাইনস ও সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে মনোনীত হয়েছেন বর্ষীয়ান ইতালিয়ান-আমেরিকান তারকা ইজাবেলা রসেল্লিনি। ‘কনক্লেভ’-এর জন্য সেরা চিত্রনাট্য বিভাগে ব্রিটিশ নাট্যকার পিটার স্ট্রোন এবং সেরা মৌলিক সুর সংযোজন বিভাগে আছেন জার্মান সুরকার ও পিয়ানো বাদক ফলকার বারটেলম্যান।
কিংবদন্তি অপেরা গায়িকা মারিয়া কালাসের বায়োপিক ‘মারিয়া’র সুবাদে সেরা অভিনেত্রী (ড্রামা) বিভাগে মনোনয়ন পেয়েছেন আমেরিকান তারকা অ্যাঞ্জেলিনা জোলি। তার প্রতিদ্বন্দ্বী ৮১তম ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘বেবিগার্ল’-এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জয়ী নিকোল কিডম্যান। ভেনিসের স্বর্ণসিংহ পুরস্কার জয়ী ‘দ্য রুম নেক্সট ডোর’ ছবির সুবাদে এই বিভাগে জায়গা পেয়েছেন ব্রিটিশ অভিনেত্রী টিল্ডা সুইনটন। ভেনিস উৎসবে সেরা চিত্রনাট্যের পুরস্কার জয়ী ‘আই অ্যাম স্টিল হিয়ার’ ছবির জন্য ব্রাজিলিয়ান অভিনেত্রী ফার্নান্দা তোরেস আছেন সেরা অভিনেত্রী (ড্রামা) বিভাগের সংক্ষিপ্ত তালিকায়। এই বিভাগের আরেক মনোনীত তারকা ‘দ্য লাস্ট শোগার্ল’ ছবিতে লাস ভেগাসের বর্ষীয়ান শোগার্লের চরিত্রে অভিনয় করা প্যামেলা অ্যান্ডারসন। তার অভিনীত ছবির ‘বিউটিফুল দ্যাট ওয়ে’ গানের জন্য মনোনয়ন পেয়েছেন গ্র্যামি জয়ী গায়িকা মাইলি সাইরাস।
৮১তম ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় থাকা ‘কুইয়ার’ ছবির জন্য সেরা অভিনেতা (ড্রামা) বিভাগে মনোনীত হয়েছেন সাবেক জেমস বন্ড তারকা ড্যানিয়েল ক্রেগ। এতে ১৯৫০-এর দশকের দক্ষিণ আমেরিকার এক প্রবাসীর চরিত্রে দেখা গেছে তাকে। কারাবন্দিদের একটি নাট্যদলকে কেন্দ্র করে নির্মিত ‘সিং সিং’ ছবির জন্য একই বিভাগে মনোনয়ন পেয়েছেন যুক্তরাষ্ট্রের কোলম্যান ডমিঙ্গো। ‘অ্যা কমপ্লিট আননোন’ ছবিতে কিংবদন্তি সংগীতশিল্পী বব ডিলানের ভূমিকায় অভিনয়ের জন্য এই বিভাগে মনোনীত হয়েছেন টিমোটি শালামে। তার সহশিল্পী এডওয়ার্ড নর্টন আমেরিকার প্রয়াত ফোক গায়ক পিট সিগারের ভূমিকার সুবাদে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন।
গোল্ডেন গ্লোবসের অধিকাংশ বিভাগ দুটি ভাগে বিভক্ত। ড্রামা ও মিউজিক্যাল অথবা কমেডির জন্য পৃথক পুরস্কার দেওয়া হয় এতে। সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল অথবা কমেডি) বিভাগে স্থান পেয়েছে ৭৭তম কান উৎসবে স্বর্ণপাম জয়ী রোমান্টিক কমেডি ‘আনোরা’। এতে নিউইয়র্কের পানশালার একজন নৃত্যশিল্পীর চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি) বিভাগে মনোনীত হয়েছেন আমেরিকান তারকা মাইকি ম্যাডিসন, যে এক রুশ ধনকুবেরের ছেলের প্রেমে পড়ে।
‘আনোরা’র জন্য যুক্তরাষ্ট্রের শন বেকার পৃথক দুটি মনোনয়ন পেয়েছেন। সেরা পরিচালক ও সেরা চিত্রনাট্য বিভাগে আছে তার নাম। ছবিটির সুবাদে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন ইউরা বোরিসভ। তার অন্যতম প্রতিদ্বন্দ্বী ‘গ্ল্যাডিয়েটর টু’ তারকা ডেনজেল ওয়াশিংটন। তার ঝুলিতে যোগ হলো মোট ১১টি মনোনয়ন। গোল্ডেন গ্লোবসে সবচেয়ে বেশি মনোনীত কৃষ্ণাঙ্গ পারফরমার তিনিই। সিনেম্যাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট বিভাগে মনোনয়ন পেয়েছে রিডলি স্কট পরিচালিত ‘গ্ল্যাডিয়েটর টু’।
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি) বিভাগে মাইকি ম্যাডিসনের অন্যতম প্রতিদ্বন্দ্বী ডেমি মুর। গোল্ডেন গ্লোবসে ২৮ বছর পর আবারও মনোনয়ন পেলেন তিনি। বডি হররধর্মী ‘দ্য সাবস্ট্যান্স’ ছবিতে হলিউডের একজন প্রবীণ তারকার ভূমিকায় দেখা গেছে তাকে, যিনি নিজের যৌবন ফিরে পেতে চরম পর্যায়ে চলে যান। ডেমি মুরের সহশিল্পী মার্গারেট কোয়ালি সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগের সংক্ষিপ্ত তালিকায় আছেন। সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল অথবা কমেডি) বিভাগে মনোনীত হয়েছে ‘দ্য সাবস্ট্যান্স’। ছবিটির জন্য সেরা পরিচালক ও সেরা চিত্রনাট্য বিভাগে পৃথক দুটি মনোনয়ন পেয়েছেন ফরাসি নারী কোরালি ফারজাঁ।
‘দ্য উইজার্ড অব ওজ’-এর উইকেড উইচ অব দ্য ওয়েস্ট চরিত্র নিয়ে দীর্ঘ সময় ধরে চলমান মঞ্চনাটক অবলম্বনে নির্মিত ‘উইকেড’ কিছুদিন আগে বক্স অফিসে সাড়া জাগিয়েছে। গোল্ডেন গ্লোবসে ছবিটি পেয়েছে চারটি মনোনয়ন। এরমধ্যে রয়েছে সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল অথবা কমেডি) ও সিনেম্যাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট। ছবিটিতে এলফাবা চরিত্রের জন্য ব্রিটিশ তারকা সিনথিয়া এরিভো ও গ্লিন্ডা চরিত্রের সুবাদে মনোনীত হয়েছেন আমেরিকান গায়িকা আরিয়ানা গ্রান্ডে। এবারই প্রথম গোল্ডেন গ্লোবসে মনোনয়ন পেলেন আরিয়ানা।
টেনিস খেলা নির্ভর ত্রিভুজ প্রেমের ছবি ‘চ্যালেঞ্জার্স’-এর সুবাদে সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি) বিভাগে মনোনীত হয়েছেন আমেরিকান তারকা জেন্ডেয়া। সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল অথবা কমেডি) বিভাগের সংক্ষিপ্ত তালিকায় আছে ‘চ্যালেঞ্জার্স’। ছবিটির জন্য সেরা মৌলিক সুর সংযোজন ও সেরা মৌলিক গান বিভাগে মনোননয়ন পেয়েছেন আমেরিকান সংগীতশিল্পী ট্রেন্ট রেজনোর ও ব্রিটিশ সংগীতশিল্পী অ্যাটিকাস রস। সেরা মৌলিক গান বিভাগে ‘চ্যালেঞ্জার্স’ ছবির পরিচালক লুকা গুয়াদানিনোর সঙ্গে মনোনয়ন ভাগ করেছেন তারা।
সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল অথবা কমেডি) বিভাগে মনোনীত ‘অ্যা রিয়েল পেইন’-এর জন্য পৃথক দুটি মনোনয়ন পেয়েছেন জেসি আইজেনবার্গ। সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি) ও সেরা চিত্রনাট্য বিভাগে আছে তার নাম। অভিনয়ের বাইরে গোল্ডেন গ্লোবসে এবারই প্রথম মনোনীত হলেন তিনি। ছবিটিতে তার সহশিল্পী কিয়েরান কলকিন বড় পর্দার সেরা পার্শ্ব অভিনেতা বিভাগের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন।
ব্রিটিশ অভিনেতা হিউ গ্র্যান্ট সপ্তমবারের মতো গোল্ডেন গ্লোবসে মনোনয়ন পেলেন। ভৌতিক ছবি ‘হেরেটিক’-এর জন্য সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি) বিভাগের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন তিনি। তিন দশক আগে ‘ফোর ওয়েডিংস অ্যান্ড অ্যা ফিউনেরাল’ ছবির মাধ্যমে গোল্ডেন গ্লোবসের সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি) পুরস্কার উঠেছিল তার হাতে।
সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি) বিভাগে আরও মনোনয়ন পেয়েছেন কানাডিয়ান অভিনেতা গ্যাব্রিয়েল লাবেল (স্যাটারডে নাইট), গ্লেন পাওয়েল (হিট ম্যান) ও ৭৭তম কান উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জয়ী জেসি প্লেমন্স (কাইন্ডস অব কাইন্ডনেস)।
গোল্ডেন গ্লোবসের সেরা পরিচালক বিভাগে প্রথম ভারতীয় হিসেবে মনোনয়ন পেলেন পায়েল কাপাডিয়া। ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ ছবির সুবাদে এই সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নিয়েছেন তিনি। ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্রাঁ প্রিঁ জয়ী তার ছবিটি সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্র বিভাগেও মনোনীত হয়েছে। কানের মূল প্রতিযোগিতায় ৩০ বছর পর নির্বাচিত হওয়া ভারতীয় ছবি এটি। যদিও ভারত থেকে জমা পড়েনি এই ছবি। ফরাসি প্রযোজক যুক্ত থাকায় ফ্রান্স থেকে পাঠানো হয়েছে ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’।
গোল্ডেন গ্লোবসের সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্র বিভাগে আরও মনোনয়ন পেয়েছে কান উৎসবে বিশেষ জুরি প্রাইজ পাওয়া ইরানের মোহাম্মদ রাসুলফ পরিচালিত ‘দ্য সিড অব স্যাক্রেড ফিগ’, মূল প্রতিযোগিতায় নির্বাচিত ডেনমার্কের ‘দ্য গার্ল উইথ দ্য নিডেল’, ৮১তম ভেনিস চলচ্চিত্র উৎসবে গ্র্যান্ড জুরি প্রাইজ পাওয়া ইতালির মাউরা দেলপেরোর ‘ভেরমিলিও’, ব্রাজিলের ওয়াল্টার সালেস পরিচালিত ‘আই অ্যাম স্টিল হিয়ার’।
ড্রিমওয়ার্কস অ্যানিমেশনের প্রযোজনা ও ইউনিভার্সাল পিকচার্সের পরিবেশনায় ‘দ্য ওয়াইল্ড রোবট’ তিনটি মনোনয়ন পেয়েছে। সিনেম্যাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট বিভাগের মনোনয়নে স্পষ্ট হয়েছে এটি কতটা সাড়া ফেলেছে। ২০১৬ সালে প্রকাশিত পিটার ব্রাউনের ‘দ্য ওয়াইল্ড রোবট’ উপন্যাস অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন ক্রিস স্যান্ডার্স। এর গল্প জনবসতিহীন দ্বীপে একটি মেয়ে রোবটকে বন্যপ্রাণী থেকে শুরু করে চারপাশের সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে হয়। সেই সঙ্গে একটি অনাথ হংসের দত্তক মা হয়ে ওঠে সে।
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র বিভাগের সংক্ষিপ্ত তালিকায় আছে ‘দ্য ওয়াইল্ড রোবট’। ছবিটির সুবাদে সেরা মৌলিক সুর সংযোজন বিভাগে মনোনয়ন পেয়েছেন আমেরিকান সুরকার ও পিয়ানো বাদক ক্রিস বাওয়ার্স। সেরা মৌলিক গান বিভাগে মনোনীত ‘কিস দ্য স্কাই’ রয়েছে ‘দ্য ওয়াইল্ড রোবট’ ছবিতে।
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র ও সিনেম্যাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট বিভাগে পৃথক দুটি মনোনয়ন পেয়েছে ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্সের ‘ইনসাইড আউট টু’।
ব্রিটিশ নির্মাতা মাইক লি পরিচালিত ‘হার্ড ট্রুথস’ ছবির জন্য মারিয়ান জিন-ব্যাপটিস্ট মনোনয়ন থাকবেন বলে প্রত্যাশা করা হয়েছিল। তার মতোই উপেক্ষিত হয়েছেন আইরিশ অভিনেত্রী সার্শা রোনান। তার অভিনীত ‘ব্লিৎজ’ ও ‘দ্য আউটরান’ একটি বিভাগেও নেই। আইরিশ আরেক তারকা পল মেসকাল ‘গ্ল্যাডিয়েটর টু’র জন্য সম্ভাবনা জাগালেও সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি। ‘গ্ল্যাডিয়েটর টু’ কেবল সেরা পার্শ্ব অভিনেতা (ডেনজেল ওয়াশিংটন) ও সিনেম্যাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট বিভাগে স্থান করে নিয়েছে।
জনপ্রিয় চলচ্চিত্রকে স্বীকৃতি দিতে গত বছর থেকে গোল্ডেন গ্লোবসে চালু হয়েছে সিনেম্যাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট। তবে এই বিভাগে জায়গা পায়নি ২০২৪ সালে বিশ্বব্যাপী ব্যবসাসফল ছবির তালিকায় চার নম্বরে থাকা ‘ডুন: পার্ট টু’। এটি সেরা চলচ্চিত্র (ড্রামা) ও সেরা মৌলিক সুর সংযোজন (হান্স জিমার) বিভাগ দুটিতে মনোনীত হয়েছে। যদিও ছবিটির জন্য ডেনি ভিলন্যুভকে সেরা পরিচালক বিভাগে পাশ কাটিয়ে গেছেন ভোটাররা।
বক্স অফিসে আরেক সাড়াজাগানো ছবি ‘উইকেড’-এর মাস্টারমাইন্ড জন এম. চু সেরা পরিচালক বিভাগের সংক্ষিপ্ত তালিকায় নেই।
অভিনেতা ডেনজেল ওয়াশিংটনের ছেলে ম্যালকম ওয়াশিংটন পরিচালিত ‘দ্য পিয়ানো লেসন’ ছবির জন্য ড্যানিয়েল ডেডওয়াইলার ও ডেনজেলের আরেক ছেলে জন ডেভিড ওয়াশিংটন মনোনয়ন পাবেন আশা করা হয়েছিল। কিন্তু ভোটাররা তাদের পাশ কাটিয়ে গেছেন।
টেলিভিশন অঙ্গনে সর্বোচ্চ পাঁচটি মনোনয়ন পেয়েছে রেস্তোরাঁর গল্প নিয়ে নির্মিত ‘দ্য বেয়ার’। রহস্য কমেডি ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ ও ঐতিহাসিক প্রেক্ষাপটে সাজানো ‘শোগান’-এর ঘরে এসেছে চারটি করে মনোনয়ন।
স্টিভ মার্টিন টানা চতুর্থবার ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এর জন্য সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি সিরিজ) বিভাগে মনোনীত হলেন। সব মিলিয়ে তার মনোনয়নের সংখ্যা দাঁড়ালো ৯। কিন্তু একবারও পুরস্কার পাননি তিনি।
এডি রেডমেইন ‘দ্য ডে অব দ্য জ্যাকাল’-এর জন্য সেরা অভিনেতা (ড্রামা সিরিজ) বিভাগে মনোনীত হয়েছেন। একই বিভাগের সংক্ষিপ্ত তালিকায় আছেন ডোনাল্ড গ্লোভার (মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ), জেক জিলেনহাল (প্রিজিউমড ইনোসেন্ট), গ্যারি ওল্ডম্যান (স্লো হর্সেস), হিরোয়ুকি সানাদা (শোগান) ও বিলি বব থর্নটন (ল্যান্ডম্যান)।
ব্রিটিশ নায়িকা কিরা নাইটলি নতুন গোয়েন্দাধর্মী কাজ ‘ব্ল্যাক ডাভস’-এর জন্য সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ) বিভাগে মনোনয়ন পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বীরা হলেন ক্যাথি বেটস (ম্যাটলক), এমা ডা’র্চি (হাউস অব দ্য ড্রাগন), মায়া আর্সকিন (মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ), কেরি রাসেল (দ্য ডিপ্লোম্যাট) ও অ্যানা সোয়াই (শোগান)।
‘বেবি রেন্ডিয়ার’ সেরা লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি বিভাগে মনোনীত হয়েছে। এতে অভিনয়ের জন্য রিচার্ড গাড সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অথবা টিভি মুভি) এবং জেসিকা গানিং ছোট পর্দার সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে মনোনীত হয়েছেন।
পুরস্কার বিতরণের আগে পৃথক একটি অনুষ্ঠানে আমেরিকান অভিনেত্রী ভায়োলা ডেভিস ও অভিনেতা টেড ড্যানসনকে আজীবন সম্মাননা দেওয়া হবে। লক্ষণীয় ব্যাপার হলো, সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি সিরিজ) বিভাগে মনোনীত হয়েছেন টেড ড্যানসন (অ্যা ম্যান অন দি ইনসাইড)। ২০০৮ সালের পর আবারও মনোনয়ন পেলেন তিনি। সব মিলিয়ে গোল্ডেন গ্লোবসের ১৩টি মনোনয়ন আছে তার ঝুলিতে।
এবারের গোল্ডেন গ্লোবস সঞ্চালনা করবেন আমেরিকান কমেডিয়ান নিকি গ্লেজার। এবারই প্রথম এই দায়িত্ব পেলেন তিনি। তার আগে কোনও নারী একা অনুষ্ঠানটি সঞ্চালনা করেননি। সেরা স্ট্যান্ড-আপ কমেডি পারফরম্যান্স বিভাগে এইচবিওর ‘নিকি গ্লেজার: সামডে ইউ উইল ডাই’র জন্য মনোনীত হয়েছেন নিকি গ্লেজার।
নিজেদের প্রযোজনাগুলো বড় পর্দায় শুধু সীমিতভাবে মুক্তি দেওয়া স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স কখনও অস্কারে মর্যাদাপূর্ণ সেরা চলচ্চিত্রের পুরস্কার জিততে পারেনি। তবে গোল্ডেন গ্লোবস ভোটারদের কাছ থেকে মোট ১৩টি মনোনয়ন পেয়ে হলিউডের শীর্ষস্থানীয় সব প্রযোজনা-পরিবেশনা সংস্থাকে ছাড়িয়ে গেছে। টেলিভিশন অঙ্গনে নেটফ্লিক্সের হাতে ধরা দিয়েছে ২৩টি বিভাগের মনোনয়ন। এতেই বোঝা যায় স্ট্রিমিং প্ল্যাটফর্মটি এখন ছোট ও বড় পর্দায় কতটা প্রভাবশালী।
হলিউডের অন্যতম সম্মান গোল্ডেন গ্লোবসের মধ্য দিয়ে অস্কার অভিমুখী পুরস্কার মৌসুম শুরু হলো জোরেশোরে। গোল্ডেন গ্লোবসে মনোনয়ন পাওয়া চলচ্চিত্রগুলোরই আসন্ন ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের দৌড়ে থাকার সম্ভাবনা বেশি।
২০২৩ সালে হলিউডে অভিনয়শিল্পী ও চিত্রনাট্যকারদের ধর্মঘটের কারণে বেশ কিছু আলোচিত ছবি মুক্তি পেয়েছে এই বছর। ফলে গোল্ডেন গ্লোবসের মনোনয়ন তালিকা বেশ সমৃদ্ধ। পুরস্কার বিশ্লেষকদের মতে, আসন্ন অস্কারেও বেশিরভাগ বিভাগে নিরঙ্কুশ ফেভারিট বলা যাবে না কাউকেই।
গোল্ডেন গ্লোবস বিজয়ীদের বেছে নেবেন ৮৫টি দেশের ৩৩৪ জন সাংবাদিক। অপর দিকে, অস্কারে প্রায় ৯ হাজার ভোটারের রায়ে সব চূড়ান্ত হয়ে থাকে।
সাম্প্রতিক সময়ে গোল্ডেন গ্লোবসের ভোটিং পরিধির প্রসার ঘটানো হয়েছে। ২০২১ সালে দুর্নীতির অভিযোগ ও জাতিগত বৈচিত্র্যের অভাব প্রকট হওয়ার কারণে সমালোচনা সৃষ্টির পর ভোটার তালিকা সংস্কারের উদ্যোগ নেয় হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন (এইচএফপিএ)।