• ঢাকা
  • শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৬

দ্বিতীয়বারের মতো ‘রেমি অ্যাওয়ার্ড’ জয় করলেন নোমান রবিন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫, ০৭:৪৪ পিএম
দ্বিতীয়বারের মতো ‘রেমি অ্যাওয়ার্ড’ জয় করলেন নোমান রবিন

বিশ্বখ্যাত চলচ্চিত্র উৎসব ওয়ার্ল্ডফেস্ট-হিউস্টন (৫৮তম) এ তার সর্বশেষ ডকুমেন্টারি Mighty Eighty-র জন্য দ্বিতীয়বারের মতো রেমি অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চলচ্চিত্র নির্মাতা নোমান রবিন।

এর আগে ২০১৯ সালে তার আলোচিত চলচ্চিত্র ‘Blossoms from Ash’ রোহিঙ্গা সংকট নিয়ে নির্মিত চলচ্চিত্রটির জন্য তিনি স্পেশাল জুরি রেমি অ্যাওয়ার্ড লাভ করেন। ‘Mighty Eighty’ ডকুমেন্টারিটি কিংবদন্তি সমাজসেবক প্রফেসর বব হপকিন্সের জীবনকর্ম, অনুপ্রেরণা ও দানশীলতার গল্প তুলে ধরেন।

এই চলচ্চিত্রটি আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার আগে নিউ ইয়র্কের ১৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ম্যানহাটান (IFFM)-এ ১২-১৫ অক্টোবর, ২০২৪ তারিখে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয়। যেখানে বব হপকিন্সকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। এছাড়া চলতি বছরের ৯ জানুয়ারি এটি নিউ ইয়র্কের WorldBronx Film Cycle-এর সমাপনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয়।

চলচ্চিত্র নির্মাতা নোমান রবিন বলেন, “আবারও রেমি জয় আমার জন্য এক অসাধারণ মুহূর্ত। Mighty Eighty শুধু একটি চলচ্চিত্র নয়, এটি তাদের গল্প যারা ভালোবাসা ও দানশীলতাকে সর্বাধিক গুরুত্ব দেয়। ববহপকিন্স হাজার হাজার তরুণদের দানশীল হতে শিখিয়েছেন, ডালাসের বিত্তবানদের দান করতে অনুপ্রেরণা জুগিয়ে চলেছেন।”

রবিনের ‘Blossoms from Ash’ বর্তমানে ওয়াশিংটন ডিসি’র হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়াম, নিউ ইয়র্কের বার্ড কলেজ এবং টেক্সাস স্টেট ইউনিভার্সিটি ইন সান সার্কোস এ গবেষণার অংশ হিসেবে সংরক্ষিত রয়েছে।

Link copied!