ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার সংগীতবিষয়ক প্রতিযোগিতা ‘সা রে গা মা পা’-এ অংশ নিয়ে প্রথমে নজরে আসেন বাংলাদেশের প্রতিযোগী মাঈনুল আহসান নোবেল। ক্যারিয়ারের নানা কর্মকাণ্ডে বিতর্কের পর আবারও মায়ের দোয়া নিয়ে ফিরলেন নোবেল।
এবার নতুন গান নিয়ে হাজির হয়েছেন নোবেল। শুক্রবার (১ সেপ্টেম্বর) ‘কলিজা’ শিরোনামে একটি গান প্রকাশ হয়েছে তার। এইচ এম নিপুর কথায় গানটির সুর করেছেন মিশকাত। রানা আকন্দের সংগীত আয়োজনে নোবেলের কলিজা গানটি নিয়ে একটি ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। যেখানে অভিনয় করেছেন আসিফ আহমেদ খান এবং সুমাইয়া আক্তার সুমি।
নতুন এ গান প্রসঙ্গে গায়ক নোবেল বলেন, “মাঝে সময়টা খুব খারাপ যাচ্ছিল। কলিজা গানটি শোনার পর আমার কাছে মনে হয়েছে যে, শ্রোতারা এমন একটি গান আমার কণ্ঠে শোনার জন্য অপেক্ষা করছে। এ কারণে মায়ের দোয়া নিয়ে গানটি করার ইচ্ছা পোষণ করি।”
দেশের আলোচিত এই শিল্পী আরও বলেন, “গানটি সম্পন্ন হওয়ার পর যখন শুনি, তখন নিজেই নিজের গানের ভক্ত হয়ে যাই। আশা করি আমার সব শ্রোতা ও শুভাকাঙ্ক্ষীদের কাছেও ভালো লাগবে গানটি।”