পর্দার আড়াল থেকে এবার সরসারি ক্যামেরার সামনে এসে অভিনয়ে নাম লেখালেন নোবেল শান্তি বিজয়ী মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাই। বিট্রিশ সিটকম ‘উই আর লেডি পার্টস’ এর মাধ্যমে তার অভিনয়ে অভিষেক হচ্ছে।
সিরিজটির ‘মালালা মেড মি ডু ইট’ শিরোনামের একটা পর্বে মালালাকে পশ্চিমা ও পাকিস্তানি পোশাকে নকল ঘোড়ায় বসে থাকা অবস্থায় দেখা যায়।
এর আগে মালালা পর্দার আড়ালে কাজ করেছেন। এবার সরাসরি একটি সিরিজে ২৬ বছর বয়সী মালালর অভিনয় পর্দায় দেখবেন দর্শক।
মার্কিন ফ্যাশন ও লাইফস্টাইল ম্যাগাজিন ভোগকে দেয়া এক সাক্ষাৎকারে মালালা প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন, “অবশেষে আমি আমার লুকানো প্রতিভা দেখাচ্ছি।” তার অভিনীত সিরিজটিতে সাংস্কৃতিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে মুসলিম নারীদের যাত্রাকে তুলে ধরা হয়েছে।
প্রসঙ্গত, সমালোচকদের বেশ প্রশংসা পেয়েছে ‘উই আর লেডি পার্টস’ সিরিজ। পাঁচটি ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড মনোনয়ন, দুটি গথাম অ্যাওয়ার্ড অনুমোদন পেয়েছে। দ্বিতীয় সিজন প্রিমিয়ার হয়েছে ৩০ মে।