• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

হলিউড-বলিউডকে মেলালেন নীতা ও মুকেশ আম্বানি


তপন বকসি
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৩, ০৬:০৮ পিএম
হলিউড-বলিউডকে মেলালেন নীতা ও মুকেশ আম্বানি

দক্ষিণ-পূর্ব মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের জিও গার্ডেনের বিস্তৃত জায়গাজুড়ে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের (এনএমএসিসি) উদ্বোধন হয়েছে গত ৩১ মার্চ। সপ্তাহখানেক এ অনুষ্ঠানের রেশ চলছে।  

নীতা ও মুকেশ আম্বানির যৌথ উদ্যোগে তৈরি হওয়া আন্তর্জাতিক এই কালচারাল সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হলিউড, বলিউডের নামি দামি তারকা, সংগীতশিল্পী, অভিনেতা-অভিনেত্রীরা। এছাড়া হলিউডের বিখ্যাত স্পাইডারম্যান জুটি জেন্ডেয়া আর টম হল্যান্ডও হাজির ছিলেন। তাদের সঙ্গে দেখা হয় বলিপাড়ার বাদশাহ খ্যাত শাহরুখ খানের।  

ভারতের গণমাধ্যম জানিয়েছে, অনুষ্ঠানে ফ্যাশন ডিজাইনার রাহুল মিশ্রর তৈরি করা ঘন নীল রঙের জর্জেটের মধ্যে রূপালি তারা বসানো ডিজাইনার শাড়িতে জেন্ডেয়া আর ঘন কালো রংয়ের ডিনার স্যুট টাক্সিডোয় সেজেছিলেন জেন্ডেয়ার বয়ফ্রেন্ড টম হল্যান্ড। শাহরুখের পরনে ছিল লম্বা কালো রঙের শেরওয়ানি এবং কালো পাঠানি সালোয়ার।

হলিউড আর বলিউডকে একত্রিত করতে যা লাগে তা হচ্ছে মুদ্রা। আর মুকেশ ও নীতার আম্বানির কাছে এর অভাব নেই। এ কারণেই সম্ভব হলো এমন আয়োজনের। 

Link copied!