মুক্তির প্রথম দিনেই ইতিহাস গড়েছে কলকাতার নায়ক দেব ও যীশু সেনগুপ্ত অভিনীত সিনেমা ‘খাদান’। অনেকদিন পর অ্যাকশন নির্ভর বানিজ্যিক সিনেমায় দেখা গেছে তাদের। এই সিনেমায় দেবের পাশাপাশি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। মুক্তির প্রথম দিনেই ইতিহাস গড়েছে খাদান। ভারতে দক্ষিণী রাজ্যগুলোতেই গভীর রাতে সিনেমার প্রথম শো রাখার ট্রেন্ড ছিল। এবার সেই ট্রেন্ডে নাম লিখিয়েছে বাংলা সিনেমার খাদান।
এখন বক্স অফিসে হিট দেব-যিশুর যুগলবন্দী। বাংলা কমার্শিয়াল সিনেমার প্রত্যাবর্তনে খুশি দুই তারকার অনুরাগীরা। আর সেই আবহেই নীলাঞ্জনার পোস্টে ‘প্রতারক’ বলে খোঁচা যিশু সেনগুপ্তর দিকেই?
বলিউড, দক্ষিণী সিনেইন্ডাস্ট্রি ঘুরে দীর্ঘদিন বাদে টলিউডে বিজয়রথ ছোটালেন যিশু সেনগুপ্ত। বছর দুয়েক আগে ‘বাবা বেবি ও’ সিনেমায় দর্শকদের মন ছুঁয়েছিলেন বটে, তবে এবার খলচরিত্রে বাজিমাত করেছেন ‘খাদান’ ছবিতে। মুক্তির প্রথম দিন থেকেই যে ছবি রমরমা ব্যবসা করা শুরু করেছে। বক্স অফিস রিপোর্ট বলছে, দু দিনেই ২ কোটির বেশি আয়। আর সেই সুবাদেই আপাতত ‘খাদান’-এর সাফল্যে খুশি যিশু। এসবের মাঝেই নীলাঞ্জনার সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট।
সম্পর্কে প্রতারণা নিয়ে যে পোস্ট নীলাঞ্জনা শেয়ার করেছেন, তাতে লেখা- ‘সম্পর্কে থাকাকালীন সঙ্গীর সঙ্গে প্রতারণা করা সবথেকে অসম্মানজনক কাজ। আপনি যদি কোনও সম্পর্কে খুশি না থাকেন, তাহলে অন্য আরেকটা সম্পর্ক শুরু করার আগে সেটাতে ইতি টানুন।’
মাসখানেক ধরেই যিশু-নীলাঞ্জনার বিচ্ছেদের গুঞ্জন শোনা যায় ইন্ডাস্ট্রির অন্দরমহলে। একে-অপরের সঙ্গে একছাদের নিচেও নাকি থাকেন না। নামের পাশ থেকে স্বামীর পদবী মুছে তিনি এখন শুধুই ‘নিনি-চিনিস মাম্মা’।