• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৭ রজব ১৪৪৬

গোল্ডেন গ্লোবসে ঝড় তুলবেন নিকি গ্লেজার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৫, ০৩:৫১ পিএম
গোল্ডেন গ্লোবসে ঝড় তুলবেন নিকি গ্লেজার
নিকি গ্লেজার

 নিকি গ্লেজার। নন্দিত উপস্থাপক। খোলামেলা বক্তব্য, হাস্যরস এবং তীক্ষ্ণ বুদ্ধির জন্য পরিচিত নাম। ২০২৫ সালের গোল্ডেন গ্লোবস অনুষ্ঠানের উপস্থাপক হয়ে মঞ্চে ঝড় তুলবেন তিনি। নতুন এ দায়িত্বকে নিজের ক্যারিয়ারের জন্য মাইলফলক হিসেবে দেখছেন এই উপস্থাপক। সেইসঙ্গে মোটা অংকের পারিশ্রমিকও পেতে যাচ্ছেন। কত টাকা পাবেন নিকি?

গোল্ডেন গ্লোবসের উপস্থাপকদের পারিশ্রমিক সাধারণত গোপন রাখা হয়। তবে পূর্ববর্তী উপস্থাপকদের প্রাপ্ত পারিশ্রমিকের পরিমাণ দেখে একটা অনুমান করা যায়, বেশ মোটা পারিশ্রমিক ঘরে তুলবেন নিকি গ্লেজার।

জেরড কারমাইকেল ২০২৩ সালে অনুষ্ঠানটি উপস্থাপনা করে ৫ লাখ ডলার পেয়েছিলেন। তারও আগে ২০২১ সালে টিনা ফে এবং অ্যামি পোহলার আয় প্রায় ৪ মিলিয়ন ডলার পেয়েছেন বলে খবর প্রকাশ হয়েছিল। যদিও পরবর্তীতে সেই পরিসংখ্যান গুঞ্জন বলে উড়িয়ে দেওয়া হয়েছিল কর্তৃপক্ষের পক্ষ থেকে।

আরেক নিয়মিত উপস্থাপক রিকি জারভেইসও তার পারিশ্রমিক সম্পর্কে নানা সময় ইঙ্গিত দিয়েছেন। তবে সঠিক পরিমাণ প্রকাশ করেননি। তাই নিকির পারিশ্রমিকের সঠিক পরিমাণ বলাটা সম্ভব নয়। তবে এটুকু বলাই যায়, ক্যারিয়ারের সবচেয়ে বড় পারিশ্রমিকটা তিনি এবারই পেতে যাচ্ছেন।

উপস্থাপক গ্লেজারের বর্তমানে মোট সম্পদ প্রায় ৪ মিলিয়ন ডলারের। এসব আয় তিনি করেছেন স্ট্যান্ড-আপ ক্যারিয়ার, অভিনয়, পডকাস্ট এবং টেলিভিশন উপস্থাপনার মাধ্যমে। এমটিভি এবং এইচবিও ম্যাক্সের শো করে জনপ্রিয়তা পেয়েছেন গ্লেজার। এই শোগুলো থেকে মোটা অংকের টাকাও পেয়ে থাকেন তিনি।

এবারের গোল্ডেন গ্লোবস পুরস্কারে আসরটি অনুষ্ঠিত হবে রোববার (৫ জানুয়ারি)। চলতি আসরে সর্বোচ্চ ১৫টি মনোনয়ন পেয়ে রেকর্ড করেছে সেলেনা গোমেজ অভিনীত ‘এমিলিয়া পেরেজ’। আর কিছু সময় পরই জানা যাবে, কারা হচ্ছেন এবারের সেরা।

Link copied!