জনপ্রিয় অভিনেত্রী ও লাক্স সুপারস্টার আজমেরী হক বাঁধন। পর্দায় কখনো তিনি গ্ল্যামারে পরিপূর্ণ, আবার কখনো বিভিন্ন নন-গ্ল্যামারাস চরিত্রে নজর কাড়েন। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা দিয়ে সবার ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন কান চলচ্চিত্র উৎসবে।
বাঁধনের ব্যক্তিজীবনে ও রুপালি পর্দায় সাহসের সেই ছাপ সুস্পষ্ট। ছাত্র-জনতার আন্দোলন থেকে শুরু করে ভয়াল বন্যা পরিস্থিতিতেও তার সক্রিয় ভূমিকা দেখা গেছে। দেশে সেবামূলক, নারী ও শিশুদের জন্য কল্যাণমুখী নানা সংস্থার সঙ্গে যুক্ত এই অভিনেত্রী।
২০২৪ সাল ছিল বাঁধনের জন্য গুরুত্বপূর্ণ একটি বছর। গত বছর ‘গুটি’ ওয়েবের জন্য মেরিল প্রথম আলো পুরস্কার (ক্রিটিক), ডেইলি স্টার ওটিটিতে পপুলার অ্যাওয়ার্ড পেয়েছেন এ অভিনেত্রী। এ ছাড়া সিজেএফবি অ্যাওয়ার্ডও পেয়েছেন। নতুন বছরে পরিকল্পনা কী জানতে চাইলে বাঁধন বলেন,‘গত বছরটা ছিল একেবারেই ডিফরেন্ট। দেশের মানুষের জন্য ঐতিহাসিক একটা বছর।
২০২৪ সালে গণ-অভ্যুত্থানে শহীদরা তাদের জীবনের বিনিময়ের আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের যে সুযোগ তৈরি করে দিয়েছেন, সেটা সঠিক পথেই এগিয়ে যাক। নতুন এক বাংলাদেশ হোক।
কারণ গত বছর আমাদের যে সংস্কার শুরু হয়েছে নতুন বছরে সেটা সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক একটি সরকার আসুক, এটাই চাই।’
এই অভিনেত্রী আরও বলেন, “গত বছর আমি ক্যারিয়ার নিয়েও অনেক ব্যস্ত ছিলাম। রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘মাস্টার’ এবং সানী সানোয়ারের পরিচালনায় ‘এশা মার্ডার’ সিনেমা দুটির কাজ শেষ হয়েছি। আশা করি নতুন বছরে সিনেমা দুটি মুক্তি পাবে। এ ছাড়া আরও দুটি নতুন সিনেমার কথা হয়েছে। সবকিছু ঠিক থাকলে এ বছর কাজ দুটি করব।”
বাঁধন সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে একাই রয়েছেন। তবে নতুন বছরে জীবনসঙ্গী খোঁজার ব্যাপারে অভিনেত্রী বেশ ইতিবাচক। বিয়ে প্রসঙ্গে বাঁধন বলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে যদি বলি তাহলে বলব পরিবার থেকে পাত্র খোঁজা হচ্ছে মনের মতো পাত্র পেলে বিয়ে করব। আমার ভক্ত-অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা। দোয়া করি নতুন বছরটা সবার ভালো কাটুক। সংস্কৃতি অঙ্গনে যে সংস্কার হচ্ছে এটার মাধ্যমে দারুণ এক সংস্কৃতি অঙ্গন গড়ে উঠুক।’
নতুন বছরে বাধঁনকে দেখা যাবে সানী সানোয়ারের ‘এশা মার্ডার’ সিনেমায়। ইতোমধ্যেই বেশ আলোচনায় রয়েছে সিনেমাটি।