• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৭ রজব ১৪৪৬

তাহসান-রোজার নতুন ছবি প্রকাশ, মুহূর্তেই ভাইরাল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ০৬:৩৩ পিএম
তাহসান-রোজার নতুন ছবি প্রকাশ, মুহূর্তেই ভাইরাল
রোজা আহমেদের সঙ্গে তাহসান খান। ছবি : ফেসবুক

বিয়ে করছেন দেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। খবরটি প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা। এরপর তাহসান জানান, এখনো বিয়ে করেননি। এবার নতুন একটি ছবি প্রকাশ করেছেন তাহসান। ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন তাহসান।

ছবি সম্বলিত ওই পোস্টে তাহসান লিখেছেন, 
কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে
আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?
যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন
ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?

এদিকে তাহসানের সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। মাত্র ১০ মিনিটে  ওই পোস্টে প্রায় দেড় লাখ রিঅ্যাক্ট, ১৮ হাজারের বেশি মন্তব্য ও ১১ হাজারের বেশি শেয়ার দেখা গেছে। যা প্রতি সেকেন্ডে বাড়ছে।

জনপ্রিয় এই গায়ক নব্য স্ত্রী রোজা আহমেদ সম্পর্কে হয়তো এখনো অনেকেই স্পষ্ট নন। বাংলাদেশের বরিশালে বেড়ে ওঠা রোজা আহমেদ বর্তমানে ক্যারিয়ার গড়েছেন মার্কিন মুলুকে।

তাহসান তার স্ত্রী রোজা সম্পর্কে জানা গেছে, রোজা পড়াশোনা করেছেন নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর। পড়াশোনা শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তী সময়ে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন।

১০ বছরের বেশি সময় ধরে রোজা বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। এ ছাড়া আন্তর্জাতিক মানের মেকআপের কাজ করায় তার সুখ্যাতিও রয়েছে। তার ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ বিজনেস পেজে রয়েছে। অসংখ্য অনুসারী এবং নেটিজেনদের কাছে অত্যন্ত জনপ্রিয় তিনি। তার ফেসবুক পেজ অনুসারীর সংখ্যা ৯ লাখের ওপরে।

রোজার ফেসবুক পেজ ঘুরে দেখা গেছে, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে পছন্দ করেন রোজা। মার্কিন মুলুক, কানাডা তো বটেই, দেশের বিভিন্ন দর্শনীয় স্থানেও ভ্রমণ করেছেন তিনি। সাজেক, নাফাখুম, রাঙামাটিতেও বেড়াতে গেছেন দেশে থাকতে।

এর আগে শনিবার সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাহসান ও রোজার বিয়ের আয়োজনের একাধিক ছবি ভাইরাল হয়। তাতে নেটিজেনরা এই নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন। বিশেষ করে, রোজাকে তাহসানের সঙ্গে দেখে অত্যন্ত আপ্লুত ও আবেগপ্রবণ হয়ে পড়েন তাদের অনুরাগীরা।

তাহসানের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে প্রেম ও বন্ধুত্বের সম্পর্ক থেকে ২০০৬ সালের ৭ আগস্ট রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান।

এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান। হয়েছে তাদের বিচ্ছেদও। মিথিলা ঘর বেঁধেছেন কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে। তবে সে সংসারও ভালো কাটছে না।

Link copied!