• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

গণ-অর্থায়নের সিনেমা ‘সাঁতাও’ এর নতুন অর্জন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২১, ২০২৩, ১২:৪১ পিএম
গণ-অর্থায়নের সিনেমা ‘সাঁতাও’ এর নতুন অর্জন

ভালো সিনেমা করতে লাগে অনেক কিছু। কিন্তু দৃঢ় ইচ্ছায় অনেক অসম্ভব কিছুও বাস্তব হয়ে ওঠে। সম্প্রতি গণ-অর্থায়নে নির্মিত খন্দকার সুমন পরিচালিত ‘সাঁতাও’ ছবি যেন এর উদাহরণ। নেপালে অনুষ্ঠিত ষষ্ঠ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ওয়ার্ল্ড প্যানারমা’ ক্যাটাগরিতে ‘গৌতম বুদ্ধ পুরস্কার’ জিতেছে এ ছবি। ১৬ মার্চ কাঠমান্ডুতে এ উৎসব শুরু হয়। এতে ৬০টি দেশের জমা পড়া ২৫০টি ছবির ভেতর থেকে ৯৫ টি ছবি প্রদর্শিত হয়।  

এ ছবিতে বিপন্ন হতে বসা একটি জাতিগোষ্ঠীর সংকট তুলে ধরা হয়েছে অনবদ্য গল্পে। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও আইনুন পুতুল। আরও অভিনয় করেছেন সাবেরা ইয়াসমিন, তাসমিতা সিমু, মিতু সরকার। 

খন্দকার সুমন পরিচালনাসহ এ ছবির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন। বাংলাদেশের ছবির বিশ্ব পর্যায়ে সাফল্যের নজির হয়ে থাকবে ‘সাঁতাও’ চলচ্চিত্রটি।

Link copied!