রাহুল-আথিয়াকে নিতে নতুন খবর দিল সুনীল শেঠি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১, ২০২৪, ১২:২৯ পিএম
রাহুল-আথিয়াকে নিতে নতুন খবর দিল সুনীল শেঠি
তারকা দম্পতি আথিয়া শেঠি ও ক্রিকেটার কেএল রাহুল। ছবি: সংগৃহীত

বলিউড স্টার সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠি ২০২৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ভারতীয় ক্রিকেটার কেএল রাহুলের সঙ্গে অভিনেত্রী গত বছর জানুয়ারি মাসে সাত পাকে বাঁধা পড়েন। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই সন্তানসম্ভবা হয়েছেন আথিয়া! এদিন তেমনই আভাস দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা।

সুনীল শেঠি নিজেই ইঙ্গিত দিয়েছেন যে তার মেয়ে আথিয়া শেঠি মা হতে চলেছেন। বর্তমানে সুনীল শেঠি একটি নাচের রিয়েলিটি শোতে বিচারক হিসেবে আছেন। সেখানেই সম্প্রতি দাদু দিদিমাদের নিয়ে একটি পর্ব অনুষ্ঠিত হয়।

সেখানেই তখন এই শোয়ের সঞ্চালিকা ভারতী সিং সুনীলকে জিজ্ঞেস করেন— তিনি যখন দাদু হবেন কেমন দাদু হবেন?

উত্তরে বর্ষীয়ান অভিনেতা বলেন, ‍‍`হ্যাঁ, পরের সিজনে আমি যখন এখানে আসব, তখন আমি স্টেজে একজন দাদু হয়েই হাঁটব।‍‍`

আর এখান থেকেই উসকে গেছে সব জল্পনা। যদিও এটা তিনি স্রেফ কথার কথা হিসেবে বলেছেন নাকি সত্যিই এমন কিছু ঘটেছে, সেটি এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

আথিয়া শেঠি যদি সত্যি মা হতে চলেছেন, তা হলে তাদের পরিবারের তরফে যতক্ষণ না নিশ্চিত করে কিছু জানানো হচ্ছে, ততক্ষণ সন্দেহ থাকছেই।

 

Link copied!