• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩০, ১২ রমজান ১৪৪৬

নতুন সুখবর দিলেন বুবলী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ০৮:৪১ এএম
নতুন সুখবর দিলেন বুবলী
শবনম বুবলী। ছবি: সংগৃহীত

জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। কাজ করছেন বেছে বেছে। ভদ্র স্বভাব ও মিষ্টভাষী হিসেবেও তিনি সুপরিচিত। সবাইকে সম্মান করে কথা বলেন তিনি। সবকিছু মিলিয়েই বুবলীর জনপ্রিয়তা বাড়ছে। সম্প্রতি বিগ প্রোডাকশনস’ নামে তার প্রযোজনা প্রতিষ্ঠানের ঘোষণা দিয়েছেন। এবার আরও একটি সুখবর দিলেন এই চিত্রনায়িকা।

কোহিনূর কেমিক্যালের তিব্বত লাক্সারি সোপের বিজ্ঞাপনে কাজ করেছিলেন ২০১৮ সালে। সে বছরের ৩ মার্চ প্রচারে আসা বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন সনক মিত্র।

টিভিসিতে বুবলীর নান্দনিক উপস্থিতি দর্শককে মুগ্ধ করেছিল। বুবলী মনে করেন এই বিজ্ঞাপনটি তাকে শহর-নগর ছাড়িয়ে গ্রামবাংলার মানুষের কাছেও রাতারাতি পৌঁছে দিয়েছিল।

এবার প্রায় সাত বছর পর আবারও সেই পণ্যের বিজ্ঞাপনের জন্য ক্যামেরার সামনে দাঁড়ালেন এই নায়িকা। সম্প্রতি নির্মিত হয়েছে তিব্বত লাক্সারি সোপের বিজ্ঞাপন। সম্প্রতি ভারতের সনক মিত্র এবং তার পুরো টিম বাংলাদেশে এসে বিজ্ঞাপনটি নির্মাণ করে গেছেন।

ফের তিব্বত বিউটি সোপের মডেল প্রসঙ্গে বুবলী বলেন, ‘বিশ্বের অনেক বড় তারকারা সাবানের বিজ্ঞাপনে মডেল হয়েছেন। এই সব বিজ্ঞাপন খুব সহজেই দর্শকের নজর কাড়ে। আমি সাত বছর আগে তিব্বত সাবানের মডেল হয়ে সেই অভিজ্ঞতা পেয়েছি। আশা করছি নতুন বিজ্ঞাপনটি আরও অনেক বেশি আলোচিত হবে।’

Link copied!