• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০, ৫ রজব ১৪৪৬

সোনাক্ষীকে যে কারণে ‘ভণ্ড’ বললেন নেটিজন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫, ০৪:৫৯ পিএম
সোনাক্ষীকে যে কারণে ‘ভণ্ড’ বললেন নেটিজন
অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। গত বছরেরর ২৩ জুন আইনিভাবে বিয়ে করেন মডেল অভিনেতা জহির ইকবালকে। নতুন বছরে নববর্ষ উদযাপনে মেতে উঠেছেন এই তারকা দম্পতি। 

তারকা দম্পতির একটি ভিডিও নেটিজেনদের নজর কেড়েছে। সেখানে সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের নতুন বছর উদযাপন দেখে অনেকেই ‘আদিখ্যেতা’ ও ‘ভণ্ড’ বলেও কটাক্ষ করেছেন।

এ তারকা দম্পতি অস্ট্রেলিয়ায় খ্রিস্টিয় নববর্ষ উদযাপন করেছে। একেবারে নিজস্ব স্টাইলে নতুন বছর উদযাপন করতে দেখা যায় তাদের। আতসবাজির শব্দ, আলোর রোশনাই মিষ্টি মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন।

ভিডিও পোস্ট করে এ তারকা দম্পতি ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের নতুন বছর হয়ে গিয়েছে।’ যে ভিডিও দেখে নেটিজেনরা কটাক্ষ করেছে। কমেন্ট বক্সে একজন লিখেছে, ‘দীপাবলিতে বাজি দূষণ ছড়ায়। আর নববর্ষের ক্ষেত্রে কিছুই হয় না। এই সময় পরিবেশ অক্সিজেন পায়। একেই বলে ভণ্ডামি।’

ঘরোয়া আয়োজনে পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে জাহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী। সালমান খানের পার্টিতে আলাপ দু’জনের। সেখান থেকেই প্রেম শুরু। সালমানের ঘনিষ্ঠ বন্ধু ইকবাল রতনসির পুত্র জাহির। সেই অর্থে ভাইজানের বউমা হয়েছেন সোনাক্ষী।

বলিউডে সোনাক্ষীর  জার্নি শুরু সালমান খানের হাত ধরে , তেমনই ভাইজানের প্রযোজনায় তৈরি নোটবুক ছবির সাথেই অভিনয় ক্যারিয়ার শুরু জাহিরের। হুমা কুরেশির সহ-প্রযোজনায় ‘ডাবল এক্সএল’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন এই জুটি। তাদের বিয়েতে হাজির ছিলেন সালমান খান।

Link copied!