• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

‘তিন মহাজনের গান’ নিয়ে নবনীতা চৌধুরী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৩, ০২:২৭ পিএম
‘তিন মহাজনের গান’ নিয়ে নবনীতা চৌধুরী
সংগীতশিল্পী নবনীতা চৌধুরী। ছবি : সংগৃহীত

সাংস্কৃতিক আবহে বেড়ে ওঠা নবনীতা চৌধুরী লোক ঘরানার গান ধারণ করে ইতোমধ্যেই বেশ জনপ্রিয়তা লাভ করেছেন। সেই ধারাবাহিকতায় এবার ‘তিন মহাজনের গান’ শিরোনামে একটি অ্যালবাম প্রকাশ করেছেন এই সংগীতশিল্পী।

বাংলা লোক গানের পথিকৃৎদের মধ্যে অন্যতম লালন সাঁই, হাসন রাজা ও রাধারমন দত্ত। এই তিন জনকে লোক গানের মহাজনও বলা হয়। এবার বেঙ্গল ফাউন্ডেশনের ব্যানারে প্রকাশ করলেন পুরো একটি অ্যালবাম। নাম ‘তিন মহাজনের গান’। যা এরমধ্যে উন্মুক্ত হয়েছে বেঙ্গল ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলে। বিনিময়ে নবনীতা পাচ্ছে তুমুল প্রশংসা।

নতুন অ্যালবাম নিয়ে এক ফেসবুক পোস্টে শিল্পী বলেন, ‘‘বাংলা লোকগানের তিন মহাজন—লালন সাঁই, হাসন রাজা এবং রাধারমণ দত্তের গান দিয়ে সাজানো আমার এই গানের ডালি। সময় পেলে আপনারা শুনবেন। আমাকে মতামত জানাবেন। যে আনন্দ নিয়ে এবং গভীর প্রার্থনায় এই গানগুলো আমি গেয়েছি, আশা করি আপনাদেরকেও তা স্পর্শ করবে।’’

ছোটবেলা থেকেই গান করছেন নবনীতা। সংগীতজ্ঞ ওয়াহিদুল হকের কাছে শেখার সুবাদে রবীন্দ্র দর্শনের সঙ্গে লালন সাঁইসহ বাংলার লোককবিদের ভাব-দর্শনের গভীর মিল খুঁজে পান তিনি। সম্প্রতি তার কণ্ঠে ধারণ করা লালন সাঁই, হাছন রাজা ও রাধারমন দত্তের গান বিপুল জনপ্রিয়তা লাভ করে। নানান পদকে সম্মানিত নবনীতা চৌধুরী যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, ভারত ও যুক্তরাজ্যের বহু অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে সমাদৃত হয়েছেন।

Link copied!