‘পুষ্পা টু’-এর সফলতা দেখে ক্ষোভ উগড়ে দিলেন নাসিরুদ্দিন শাহ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ০২:৩০ পিএম
‘পুষ্পা টু’-এর সফলতা দেখে ক্ষোভ উগড়ে দিলেন নাসিরুদ্দিন শাহ
নাসিরুদ্দিন শাহ। ছবি: সংগৃহীত

জনপ্রিয় বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সম্প্রতি এই অভিনেতা ‘পুষ্পা টু’- এর মতো সিনেমা বক্স অফিস মাতাচ্ছে দেখে ক্ষোভ উগড়ে দিলেন।

যেসব হিন্দি সিনেমা মেয়েদের খাটো করে পুরুষদের সুপ্ত ফ্যান্টাসিকে হাইলাইট করে, এমন সিনেমা নিয়ে মতামতসহ নিজের ক্যারিয়ার নিয়েও কথা বলেন এই অভিনেতা।

সম্প্রতি কেরালা সাহিত্য ফেস্টিভ্যালে দিয়েছিলেন নাসিরুদ্দিন শাহ। সেখানেই  তিনি বলেন, ‘আমি এমন কিছু সিনেমায় কাজ করেছি যা আমি তখন শুধু টাকার জন্যই করেছিলাম। এটাই বাস্তব। আমার মনে হয় না কারও টাকার  জন্য কাজ করার পর লজ্জা পাওয়া উচিত। মানে, আমরা তো সবাই টাকার জন্যই কাজ করি। কিন্তু তবুও কাজগুলোর জন্য আমার আফসোস আছে। যদিও মানুষ আপনার খারাপ কাজকে মনে রাখবে না, তারা আপনার ভালো কাজই মনে রাখবে।’

এদিন তিনি একই সঙ্গে বলেন, হিন্দি সিনেমায় আজকাল অতিরিক্ত উগ্র পৌরুষ দেখানো হচ্ছে। তার এসব সিনেমা মোটেই ভালো লাগে না যেখানে পৌরুষের উদযাপন চলে তাও নারীদের খাটো করে, অসম্মান করে।

এই প্রসঙ্গে নাসিরুদ্দিন বলেন, ‘আমি জানি না এটা আমাদের সমাজের প্রতিচ্ছবি  কিনা। নাকি আমাদের সমাজের সুপ্ত ফ্যান্টাসিগুলোর প্রতিচ্ছবি। আমার মনে হয় এই সিনেমাগুলো যেগুলো পুরুষদের সুপ্ত ফ্যান্টাসি দেখায়, মেয়েদের খাটো করে, এগুলো যখন সাধারণ দর্শকরা বাহবা দেয় তখন ভয় লাগে। এটাই বোঝায় যে, দেশের (ভারত) বিভিন্ন প্রান্তে কেন মহিলাদের সঙ্গে এত ভয়াবহ ঘটনা ঘটে। এটা সত্যি ভয় পাওয়ার মতোই।’

এই ধরণের সিনেমা বক্স অফিসে সফল হলে সেটা বিরক্তিকর ব্যাপার বলে মত দেন নাসিরুদ্দিন শাহ।  

সূত্র: হিন্দুস্তান টাইমস

Link copied!