নায়ক ইমন ও মাসুমা রহমান নাবিলার উপস্থাপনায় মাতবে বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ঈদ ‘আনন্দ মেলা’। প্রথমবারের মতো একসঙ্গে তারা অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তারা। ইমন জানান, ছোটবেলা থেকে ঈদ আয়োজনে ‘ইত্যাদি’ এবং ‘আনন্দ মেলা’র ভক্ত ছিলাম। কোনো ঈদেই এই দুটি অনুষ্ঠান মিস করতাম না। নাইন্টিজ কিড হিসেবে যতকাজ থাকুক ঈদে এই দুটি অনুষ্ঠান দেখতাম। মিডিয়াতে আসার পর আনন্দ মেলাতে একাধিকবার পারফর্মও করেছি।
এবার আমার কাছে উপস্থাপনার ডাক এলে আমি মিস করতে চাইনি। এ কারণে অন্যকাজ বাদ দিয়ে আনন্দ মেলার উপস্থাপনা করেছি। কাজটি করে আমার দারুণ উপস্থাপনা হলো। শুটিংয়ে মিনিস্ট্রির অনেকে ছিলেন, তারা প্রশংসা করেছেন।
এই নায়ক জানান, নাবিলার সঙ্গে প্রথম কোনো অনুষ্ঠানের উপস্থাপনা করলেন। সবমিলিয়ে দারুণ অভিজ্ঞতা। ইমনের প্রত্যাশা, দর্শকরাও উপভোগ করবেন।
জানা যায়, নাচ, গান, কাওয়ালি, কৌতুক, নাটিকা এসব আয়োজনেই সেজেছে অনুষ্ঠানটি। কিংবদন্তি রুনা লায়লা এবার আয়োজনে গান গেয়েছেন। ইমরান ও কনাও ডুয়েন কণ্ঠে গেয়েছেন। এছাড়াও অনুষ্ঠানটিতে ফোক গান পরিবেশন করেছেন সালমা, ঐশি ও গামছা পলাশ।
নয়টি গানের কোলাজে নৃত্যে অংশ নিয়েছেন মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও শবনম বুবলী।সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, ‘আনন্দমেলা’ প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টায় বিটিভিতে।